নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী কেন উড়তে পারে
পানির নিচে মাছ
কাটলে তবু উহ্ বলেনা
দাঁড়িয়ে থাকে গাছ।
ধনীর কেন নাই অভাব
গরীব পায়না খাবার
জাতে জাতে বিভেদ করে
যুদ্ধ বাঁধায় আবার।
ধর্মে ধর্মে হয়না মিলন
সাদা আর কালো
হিংসে কেন পরের হিতে
নিজের হলে ভালো।
এমন হাজার প্রশ্ন রোজ
টুম্পার মনে খেলে
সব প্রশ্নের জবাব কি আর
খুব সহজে মেলে?
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন হুম!!!
২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫
মিউজিক রাসেল বলেছেন: ধনীর কেন নাই অভাব
গরীব পায়না খাবার
জাতে জাতে বিভেদ করে
যুদ্ধ বাঁধায় আবার।
---------------------
পড়ে অনেক ভালো লাগলো।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন রাসেল ভাই
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
অগ্নি সারথি বলেছেন: হুম!