| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
দূরে গেলে ফিল করি
কাছে এলে কিল করি
বলার কিছু বোধ করি
বলতে গিয়ে রোধ করি।
কাছে দূরের এই খেলা
শেষ হবে এই বেলা
ঢোক গিলে বলে ফেলা 
ভালো লাগে রোদেলা। 
রেগেমেগে লাল
ফুলে রেখে গাল 
ভেবেছিলাম ঝাল
তুলে নেবে ছাল। 
শরতের কাশে
দূলে হাওয়া আসে
চমকি উচ্ছাসে
সেও ভালোবাসে।
 
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৪৭
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন মাহবুবুল আজাদ ভাই
২| 
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫০
আহমেদ জী এস বলেছেন: বাকপ্রবাস   , 
বেশ ভালো লাগলো এমন ছন্দবদ্ধ করে কবিতাটি । মিষ্টি মধুর ।
 
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৪৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন খুব করে আহমেদ জী এস ভাই
৩| 
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
ভয়ে ভয়ে বলা
শেষে একি খেলা
সব ভয় হারিয়ে
মনে সূখের ভেলা 
 
 
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৪৮
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ