| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
ফোরকান
চারখান
নেয় রোজ বাকি তে
একখান
মারে টান
লিখে রাখ খাতা তে। 
ভাইযান
শুনে জান
হবেনা আর বাকি তে
কতো আর
দেবো ছাড়
ডরাইনা ঝাড়ি তে।
ফোরকান
চারখান
হাতে নিয়ে ঘুর ছে
টানটান 
ফিসফিস
এই বুঝি ছুড় ছে। 
ঠুসঠুস
ঠাসঠাস
ফুটে গেল পট কা
ছুটছুট
হুটহাট
শার্টারটা আট কা। 
বড় ভাই
আছে তাই
হয়না তার জেল
সিগারেট 
না পেলে
ফুটায় ককটেল।
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:০১
বাকপ্রবাস বলেছেন: ফোরকান পেলে খান
বাকিতে খাতাটা
পয়সা যদি চান
ঠিক থাকেনা মাথাটা
২| 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৪
জনৈক অচম ভুত বলেছেন: ফোরকান তো দেখছি মারাত্মক লোক! ![]()
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:০২
বাকপ্রবাস বলেছেন: বড় ভাই আছে তায়
ফোরকান মারে ফোঁস
পুলিশ ধরে ছেড়ে দেয়
দুপয়সা পেলে ঘুষ
৩| 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৩
এ.কে.এম আরিফুল হক বলেছেন: ☺☺☺ চরম
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:০৩
বাকপ্রবাস বলেছেন: ফোরকান এলাকার
যেন এক বড়ভাই
বাকি পেলে সব খায়
গাজাটাও বাদ নাই
৪| 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৬
গেম চেঞ্জার বলেছেন: অচম ভুত বলেছেন: ফোরকান তো দেখছি মারাত্মক লোক! 
 ![]()
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:০০
বাকপ্রবাস বলেছেন: ফোরকান দেয় কান
অপরের কথাতে
আসলে সব বাহানা
ককটেল ফুটাতে
৫| 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৩১
সুমন কর বলেছেন: সুন্দর এবং ২য়+।
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৩
বাকপ্রবাস বলেছেন: ফোরকান বাকি খান
দোকানের খাতাতে
পুলিশ ধরতে এলে
ভাইযানের ছাতাতে
৬| 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:১১
অগ্নি সারথি বলেছেন: হা হা হা। বেশ।
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৪
বাকপ্রবাস বলেছেন: দোকানে সিগারে যাচ্ছেনা রাখিতে
ফোরকান মারে টান সিগারেট বাকিতে
৭| 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:১৮
আরণ্যক রাখাল বলেছেন: মজা পাইছি
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৫
বাকপ্রবাস বলেছেন: ধোয়া ধোয়া ধোয়া 
ফোরকান খারাপ ফোয়া
৮| 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৩৩
জ্যোস্নার ফুল বলেছেন: আপনি তো ছন্দের জাদুকর।
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৩৭
বাকপ্রবাস বলেছেন: ব্লগে এসে কমেন্ট করি
ঠুনকো ছন্দতালে
অনেক ছড়া পয়দা হলো
এমন গোলেমালে
৯| 
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:২৮
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: খুব ভাল লিখা।
 
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩২
বাকপ্রবাস বলেছেন: ফোরকান মারে টান
সিগারেট জ্বেলে
ফোরকান পেলে খান
বাকিতে পেলে
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:২৬
হাইপারসনিক বলেছেন: বাহ্