| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রিজার্ভ ব্যাংকে অনেক টাকা 
একটু গেলে নাই ক্ষতি
তোমরা মিছে হন্য হয়ে
বন্য ক্ষোভে দাও যতি। 
শেয়ার বাজার ঋণ খেলাপি
এসব ছিলো লোকাল বাস
দেখবে কেমন সামলে নেব
এবারও ঠিক হবো পাশ।
বারাকাতের গবেষণায়
আসবে ওঠে রাজাকার
তারাইতো হ্যাক করেছে
নাহয় কে, করবে আর! 
শাহাবাগে জমবে মেলা
হ্যাকরাজাকার ফাঁসী চাই
গোটা চারেক খাসী এনে
নাদুষ নুদুষ ধর এটাই।
তবুও যারা রিজার্ভ ব্যাংকের
দেখবে সেই ফুটোটা
বুঝবে মজা ধরে এনে
মারবো যখন পুটু টা।
 
১৩ ই মার্চ, ২০১৬  রাত ২:৫২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন মুহাম্মাদ আরিফ হুসাঈন ভাই
২| 
১২ ই মার্চ, ২০১৬  রাত ১০:০৪
সোজোন বাদিয়া বলেছেন: বাঃ সুন্দর, গরম, সমসাময়িক। +++
 
১৩ ই মার্চ, ২০১৬  রাত ২:৫২
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ
৩| 
১৩ ই মার্চ, ২০১৬  রাত ১২:৩৪
সাগর মাঝি বলেছেন: দেশের মানুষ তিনবেলা খাবার পায় না,, আর ওদিকে রিজার্ভ ব্যাংকে টাকা রাখো।
হায়রে বাংলাদেশের রিজার্ভ করা টাকা....তোর জন্য অনেক কষ্ট লাগতেছে। তোকে এদেশ থেকে ওদেশে নিবে আর বিদেশী চোরগুলা তোকে ছিড়ে ছিড়ে খাবে।
তুই যদি দেশের ভিতর থাকতে আর যদি তোকে আমাদের শিধেল চোররা খেতো তবু মনে শান্তি পেতাম।
 
১৩ ই মার্চ, ২০১৬  রাত ২:৫৪
বাকপ্রবাস বলেছেন: দেশের মানুষ তো অনেক খেয়েছে, শেয়ার বাজার, ঋণ খেলাপি, সব টাকাইতো বাইরে গেছে, তায় বাইরের টাকা বাইরে গেছে এবার, আমরা নাকে তেল দিয়ে ঘুমাই
৪| 
১৪ ই মার্চ, ২০১৬  সকাল ৯:২৬
সাগর মাঝি বলেছেন: ![]()
 
১৪ ই মার্চ, ২০১৬  দুপুর ১২:৪৩
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৭:১৯
মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: অসাধারণ প্রতিবাদ