নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- ?

১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৫

আতিউর রহমান
শততার পলোয়ান
অসময়ে ছেড়ে দেয় গদিটা
রিজার্ভের খাতাটা
খুলে দেখি পাতাটা
সমাধান হলোনা যদিটা।

কেঁদেকেটে সয়লাব
কার ক্ষতি কার লাভ
বোঝাতো গেলনা শেষে
তদন্তের হাড়িটা
রাজা আর রানীটা
উড়িয়ে দেবেনাতো হেসে?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৮

বিজন রয় বলেছেন: কত কত লেখেন?
সারাদিন প্রতিদিন এত লেখা!

বাহ!

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৯

বাকপ্রবাস বলেছেন: হা হা হা অপিষ করি আর ফান করে লিখি কাজের ফাঁকে ফাঁকে

২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোনদেশে করি বাস
এরপরও সরকার;
ভাবলেশহীন গা ঝাড়া
দায়হীন নির্বিকার !!!

মাথার ঘাম পায়ে ফেলে
দেই মোরা ট্যাকস্‌;
সেই টাকা লুটে নিলো
নিমিষে করে হ্যাকস্‌ !!!

ডলারে বেতন নেয়
এক্সপার্টওয়ালারা;
চুরি যদি হবে,তগো
কামডা কি শালারা??

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২১

বাকপ্রবাস বলেছেন: শালাগো জোর বেশী
মন যা চায় করে তো
কইলা কথা কলার ধইরা
হেচকা টান মারে তা

৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:০২

অগ্নি কল্লোল বলেছেন: হুম!

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২২

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ কিন্তু লইতেই হবে হুমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.