![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈশাখে পুঁইশাকে এলার্জি গিন্নীর
ফেকাসে মুখটায় করে গেল বিড়বিড়।
ঐ দেখ বর্ষায় চোখ জোড়া ঘামছে
পাহাড়িয়া ঝর্ণা তরতরে নামছে।
ধার করে নিয়ে এলাম ইলিশের জোড়াটা
থলেটা ঝেরে দিয়ে টেনি নিলাম মোড়াটা।
নিমিষেই হাওয়া থমথমে পরিবেশ
চাপা ঠোটের হাসিটা লাগছিল আহ্ বেশ।
রাতে ভাত রেখে দিল পানি দিয়ে পানতা
রমনার বটমূলে সকলে খান তা।
গিন্নীও আজ ঘরে বৈশাখের শাড়ীতে
সেজেগুজে দিন পার ধার করা হাসিতে।
©somewhere in net ltd.