নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুলের ছাপ রবে তারানা রবেনা
মিশনটা শেষ হলে কেউ কথা কবেনা।
সেই ছাপে হতে পারে আগামীর ভোটটা
হ্যাক যদি হয়ে যায় সেই ছাপের রুটটা!
ছাপতো দিতেই হবে যদি চায় সরকার
মোবাইলটাও চালু রাখা ভীষণই দরকার।
খচখচ করে মন হয়ে আছে কাটখোট্টা
হ্যাক যদি হয়ে যায় সেই ছাপের রুটটা!
সেই ছাপে ছাপ দিয়ে ডিজিটাল পাসপোর্ট
ক্লোন করে যদি হয় একাউন্ট ব্যাংক লুট
নিরাপত্তার ব্যাপারটা যদি হয় ক্লিয়ার
বলতেতো দ্বিধা নেই সরকার মাইডিয়ার।
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন দাদা
২| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
বালুচর্ বলেছেন: ঠিক বলেছেন, ঠিক।
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ রইল কিন্তু
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
ঢাকাবাসী বলেছেন: সুন্দর ছন্দময় কথাগুলো দারুণ সত্য।
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬
বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ রইল খুব করে
৪| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬
বাকপ্রবাস বলেছেন: তাই নাকি, তাহলে ভোটটা দিলেই পারতেন, এতো চেষ্টা আর কষ্ট করছে
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর হয়েছে ছাপরম্য কবিতা। কবিকে অনেক ধন্যবাদ।।