নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্ট দিয়ে যদি সুখ পাও
নিলাম তবে তা মেনে
কষ্টেই সুখ কষ্টেই দুখ
কষ্টে কাটুক জীবনে।।
কষ্ট আমার জীন সাথী
তারে যতনে রাখি
কষ্ট গেলে কষ্ট মেলে
যায়কি দেয়া আর ফাঁকি।।
কষ্টে আছি কষ্টে বাঁচি
কষ্টই আমার অলংকার
সেই কষ্ট দিতে পারলে
বাড়ে তোমার অহংকার।।
১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭
বাকপ্রবাস বলেছেন: আহ্
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯
হাফিজ বিন শামসী বলেছেন: যাক, তাহলে কষ্ট নিয়ে আর দুর্ভাবনা নেই।
কষ্ট থেকে মিষ্ট মেলে,
কষ্ট পরম সখা।
যত্ন করে রাখব কষ্ট,
সব যদি হয় ফাকা।
১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬
বাকপ্রবাস বলেছেন: একেই বলে কষ্টে থেকে
ভীষণ ভালো থাকা
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬
বিজন রয় বলেছেন: কষ্ট।