নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধীকার আছে তবু পকেটে পয়সা নাই
গরীবের অধীকার দু'বেলা ভাত চাই।
অধীকার নাই তবু বড় বাবু ঘুষ খায়
খেয়ে বলে অমৃত দাও দেখি আরো চাই।
-
সভা করার অধীকার সবারই থাকা চাই
পায় তবে ঘোল খায় বিরোধী দলটাই
নির্বাচনের অধীকারে কমিশন আছে তায়
জাল ভোটে ভরে যায় বলে তারা দেখিনাই।
-
মৌলিক আধীকার আছে তবে কাছে নাই
কেউ কেউ বেশী পেয়ে খুশীতে নাচে তাই।
কেউ পায় কেউ খায় কেউ খোঁজে নাই নাই
জেনে রেখো অনধীকার চর্চায় লুট হয় দেশটাই।
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রয়দা
ভালো থাকুন
সর্বদা।
২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
হুকুম আলী বলেছেন: আপনার ছড়া লেখার হাত ভাল। আপনার ছড়া আমার খুব ভাল লাগে।
২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
বাকপ্রবাস বলেছেন: আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন, আপনার মতো অনেকের আস্কারা পেয়েই টুকটাক দুষ্টামি করে ছড়া লিখার চেষ্টা করি
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: সুন্দর।