নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্নটাযে আওট হলো ডাউট আছে বটে
পরীক্ষার আগের রাতে এমনইতো ঘটে।
তিন সেট বের হয়েছে কোনটা তবে পিওর
কোনটা তবে ফলো করি কিভাবে হই শিওর।
প্রতি সেট চার হাজার তিন চারে বারো
দুই পয়সা কম হবেনা লাগলে নিতে পারো।
নকলে আবার মূল্য ফেরত গ্যারান্টিও আছে
কিযে করি কিনছে সবাই পিছিয়ে পড়ি পাছে।
কিনেই নিলাম ভেবেচিন্তে ধারকর্য করে
পরীক্ষাতে গিয়ে দেখি মিলছে বরাবরে।
ভাবছি মিছে দুশ্চিন্তা আর পড়ালেখার নামে
বছর বছর সময় নষ্ট থাকি অন্য কামে।
হচ্ছেই যখন হর হামেশা প্রশ্নপত্র ফাঁস
শিক্ষামন্ত্রী হাল ছেড়েছে সাবাস সাবাস।
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:৫৭
বাকপ্রবাস বলেছেন:
২| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:৫৬
জনৈক অচম ভুত বলেছেন: সময়ের সঠিক মুল্যায়ন করা যাচ্ছে। মন্দ কি?
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:১৩
বাকপ্রবাস বলেছেন: হুম, এই সময়টা অন্য কাজে লাগানো যেতে পারে
৩| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:০৩
জামাল বাদশা বলেছেন: আধুনিক যুগ বলে কথা।কেননা আধুনিক মানেই তো সবকিছু ছোট করে ফেলা।সেই দিক দিয়ে চিন্তা করলে প্রশ্নপত্র ফাস এটা আধুনিকতারই নিদর্শন।
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:১৬
বাকপ্রবাস বলেছেন: জি, ডিজিটাল যুগ তো...........
৪| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:১৮
হুকুম আলী বলেছেন: ভাবছি মিছে দুশ্চিন্তা আর পড়ালেখার নামে
বছর বছর সময় নষ্ট থাকি অন্য কামে।
হচ্ছেই যখন বছর বছর প্রশ্নপত্র ফাঁস
শিক্ষামন্ত্রী হাল ছেড়েছে সাবাস সাবাস সাবাস।
দারুণ ব্যাবসাই বলা চলে।
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৩৩
বাকপ্রবাস বলেছেন: হুম, ফটোকপি মেশীন একটা লইয়া রাস্তায় বইসা জামু ভাবতাছি
৫| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:২৭
রিয়াজ দ্বীন নূর বলেছেন: প্রশ্ন ফাঁশ জিন্দাবাদ।
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৩৪
বাকপ্রবাস বলেছেন: এইতো চাই সাবাস
প্রশ্ন যখন ফাঁসের আভাস
৬| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৪০
পবন সরকার বলেছেন: ছড়ায় সুন্দর একটি বাস্তব সমস্যা তুলে ধরেছেন।
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৪৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন পবন সরকার ভাই
আসল সরকার যদি একটু বুঝতে পায়
তাহলে দেশটার জন্য মঙ্গল হতো তায়
৭| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: চমৎকার ছড়া
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ২:২২
বাকপ্রবাস বলেছেন: প্রশ্ন যখন আওট হয় কিযে ভালো লাগে
আওট হবে জানলে কি আর পড়তে বসতাম আগে?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:৪৬
এম এ কাশেম বলেছেন: ভাল ব্যাবসা।