নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ছড়টা তোমার
শিরোনাম ঠিক করেছি
লিখা আছে বাকি
"টুনি এবং টোনার"
কলমটা এই ধরেছি
বল নেবে নাকি?
-
এই ছড়াটা তোমার
এই মাত্র শেষ করেছি
এইযে দেখ খাতায়
রইল বাকি শোনার
ছড়াপ্রেমে আজ পড়েছি
আর পড়েছি তোমার।
১৩ ই মে, ২০১৬ বিকাল ৪:১৬
বাকপ্রবাস বলেছেন: অঘ্রান প্রান্তরে এক ঝাঁক টোনাটোনির কিচিরমিচির গানে ভরে উঠুক শৈশব মন
২| ১৩ ই মে, ২০১৬ রাত ৮:৩৫
অঘ্রান প্রান্তরে বলেছেন: যে দিন যায়, সে দিন আর কখনোই ফিরে আসেনা;; আবারো ভালো থাকুন কবি সব সময়।
১৪ ই মে, ২০১৬ সকাল ১১:২৪
বাকপ্রবাস বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৬ দুপুর ১:০৮
অঘ্রান প্রান্তরে বলেছেন: "টুনি এবং টোনার"
এক ছিল টোনা আর আরেক ছিল টুনি। টোনা টুনিকে বললো, টুনি... আমার খু...উ...ব পিঠে খেতে ইচ্ছে করে ;;;
ছোট বেলা ঘুম পাড়ানির সময় মা এই গল্পটা বলতেন, আজ মা নেই; কিন্তু গল্পরা আছে, এক লাইন মনে করিয়ে দেয় বিশাল মহা মূল্যবান সেই অধরা স্মৃতি। খুব ভালো লেগেছে কবিতাটি। ভালো থাকুন কবি।