| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 চনা সিদ্ধ করার সময় আলু একসাথে সিদ্ধ করে নিন, চনার সাথে আলু দিলে ভালো টেস্ট হয়। মসলা দিন মাংস রান্নায় যা যা লাগে সব। তেজপাতা এলাচ হতে পাঁচফোড়ন। স্বাদ এবং ঘ্রাণ দুইই ভালো হবে। তারপর সালাদ আর মুড়ি দিয়ে খেতে থাকুন। তার সাথে চনাচুর মিক্স করলেও মন্দ হয়না।  
 
৩০ শে জুলাই, ২০১৬  দুপুর ১:৩৪
বাকপ্রবাস বলেছেন: ওটাও দিয়েছি
২| 
৩০ শে জুলাই, ২০১৬  দুপুর ২:২০
প্রামানিক বলেছেন: ছোলা বুট রেখে আপনি চনা সেদ্ধ করলেন কোন দুখে বুঝতে পারলাম না।
 
৩০ শে জুলাই, ২০১৬  দুপুর ২:৫১
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ছোলাবুটকেই চনাবুট বলে আসছি লেদাকাল থেকে...........এটা করেই এখন সকালের নাস্তা সারছি, একবার করে ৩/৪ দিন খাচ্ছি ফ্রিজে রেখে, সকালের হাঙ্গামা থেকে বাঁচা গেল।
৩| 
৩০ শে জুলাই, ২০১৬  বিকাল ৪:৪৮
কবীর বলেছেন: B-আপনি শুরু করেন আর দেখি জ্যাম ছাড়ে কিনা!!  আসছি............. ![]()
 
৩০ শে জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৬:০৩
বাকপ্রবাস বলেছেন: ........................... ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৬  দুপুর ১২:৫৭
ঢাকাবাসী বলেছেন: মাংশে আদা রশুন লাগে ওটা দেয়া যাবেনা। ধন্যবাদ।