নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- রামপাল

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৪



বনে যাদের বসবাস তারা কিছু বলেনা
উন্নতির জোয়ারে কারো কারো চলেনা।
রামপাল জপে যারা পেছাতে চাও দেশটা
বুঝি সব তলে তলে ভাগ পাবার চেষ্টা।

সুন্দরবন ঘুরে এলাম বাঘ মামা বেশ আছে
হরিণটাও কাছে এলো বানরটা ছিল গাছে
শেয়ালের এক দাবী বিদ্যুতের ভাগ চাই
বাকীসব একজোট দাবীদাওয়া একটাই।

বিদ্যুতের আলোতে সাঁজিয়ে দেব বনটা
আলোর ঝলকানিতে ভরে যাবে মনটা
পশুপাখী গাছপালা বিদ্যুৎ চাইই চাই
কতোকাল আঁধারে ডুবে থাকি বল ভাই।

তবু যারা লংমার্চ আন্দোলনের হুমকি
আদর সোহাগে টেনে দেব তবে চুম কি?
উন্নয়নে বাঁধা এলে সইবেনা সরকার
শুভকাজে দু'চারটা নরবলী দরকার।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:



পদ্যে পদ্যে প্রতিবাদ?

মানুষের উচিত বিদ্যুত কেন্দ্রের মালিোকানা দাবী করা

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

বাকপ্রবাস বলেছেন: গদিতে টান না পড়লে কোন কিছুতেই কাজ হবেনা সব হাওয়ায় ওড়ে যাবে

২| ৩১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫২

সোহানী বলেছেন: শুভকাজে দু'চারটা নরবলী দরকা.......
হাঁ এটাই দরকার কারন নরবলী ছাড়াতো আসলেই কোন অবৈধ কাজ শুরু করা যায় না............

০১ লা আগস্ট, ২০১৬ রাত ২:৫৬

বাকপ্রবাস বলেছেন: কেউতো নড়েচড়েনা, গুলি করবে কাকে সেটাই ভাবছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.