| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টিপ টুপ টাপটাপ টিপ টুপ টাপ
দিনভর বৃষ্টির সূরযে বাজে 
মন চুপ চাপচাপ মন চুপ চাপ
কতো রং দিয়ে সে সাজে।  
মেঘ গুড় গুড়গুড় মেঘ গুড় গুড় 
থেকে থেকে বিজলি ডাকে 
হুড় মুড় মুড়মুড় হুড় মুড় মুড়
স্মৃতির দল আসে যে ঝাঁকে। 
শন শন শনশন শন শন শন
উথাল মন বেঁধে রাখা দায় 
মন মন হল  উচাটন
যায় যায় মন চায় যায় অজানায়।
©somewhere in net ltd.