নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

পথ চলা

২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪০

কিভা‌বে কে‌টে যায় সময়
এভা‌বে
তোমা‌কে ভে‌বে।
নয় সকাল, নয় দুপুর, সন্ধ্যা, রাতে
পথ‌ চ‌লি অ‌লিগ‌লি তোমারই সা‌থে।
নয়‌নে মন‌নে কিভা‌বে মি‌শে থা‌কো
এভা‌বে
তোমা‌কে ভে‌বে।।
পাহা‌ড়ের চুড়ায় তু‌মি, নদীর কলতান
সাগ‌রের ঢেউ গু‌ণি, আকা‌শের নী‌লে
তোমার অবস্থান
কিভা‌বে সকল ভাল লাগায় মি‌শে থা‌কো
এভা‌বে
তোমা‌কে ভে‌বে।

(নোট : হানিফ ভাই ইরাকে থাকেন। আমার সাথে ফেইসবুকে পরিচয়। তিনি প্রাতিষ্ঠানিক শিল্পী নন। নিজে নিজে গান করেন। কন্ঠ তার মন্দ নয়। আমার লেখাটা তার মতো করে সুর দিয়ে গেয়ে দিলেন।) লিংক : Poth Chola

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৭

স্রাঞ্জি সে বলেছেন: কন্ঠ টা বেশ। আপনার গানের লিরিক গুলোও চমৎকার।

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৬

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন

২| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

ফেনা বলেছেন: সুন্দর+

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৭

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল কিন্তু

৩| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

ফেনা বলেছেন: সুন্দর+

৪| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩০

আহমেদ জী এস বলেছেন: বাকপ্রবাস ,




লিরিকস ভালো । আপনার বন্ধু খালি গলাতেও গেয়েছেন সুন্দর ।

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫১

বাকপ্রবাস বলেছেন: গান লেখার চেষ্টা ছিল, তায় হানিফকে দিয়ে একটা ট্রাই করালাম হচ্ছে কিনা

৫| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন রাজীব নুর ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.