| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ঘুম থেকে জেগে দেখি হাত নেই
পা আছে চারটা
মুশকিলে পড়ে গেলাম ভাবতেই
জোড়া হল কারটা? 
চোখের পাওয়ারে গোলমাল 
নেই যেন
কপালটা ঠিক আগের মতো
নেই কেন?
দেখি মুখ চমকে আয়নায়
একি হায়!
কপালের দু'পাশে দু'টো শিং 
দেখা যায়।
পেছনে ফিরতেই নড়ে উঠে
লেজটা
মশা মাছি তাড়াতে বাড়ে তার
তেজটা।
আমি কি তবে আর 
মানুষ নাই?
মানুষতো দেখিনা
পশুটাই।
 
২৯ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন এ.এস বাশার ভাই
২| 
২৯ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৩৮
মোঃ সুমন রানা বলেছেন: চমৎকার!
 
২৯ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৩০
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন মোঃ সুমন রানা ভাই
৩| 
২৯ শে জুলাই, ২০১৮  বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
 
২৯ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:৩০
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন রাজীব নুর ভাই
৪| 
৩০ শে জুলাই, ২০১৮  রাত ২:২২
ভ্রমরের ডানা বলেছেন: 
স্যাটায়ার হয়েছে! খুবই বুদ্ধিদীপ্ত লেখা!
 
৩০ শে জুলাই, ২০১৮  সকাল ১১:০২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৮  সকাল ১০:৫৮
এ.এস বাশার বলেছেন: অসাধারন লিখেছেন....
রম্য কাব্যের মত কিছুটা.....
কবিতায় ভাল লাগা জানবেন....