| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
যা হবার তা হয়েই গেছে
নয়তো কারো হাত আছে
কান্না ছাড়া, ছন্ন ছাড়া এক
জীবন আছে।
এক জীবনে হয়না সবার
সয়না সবার এমন আছে
অপূর্ণতার এক ব্যর্থতার এক
জীবন আছে।
হয়তো জীবন তুচ্ছ নয়
গভীর কোন অর্থ আছে 
চূর্ণতা এক শূন্যতার এক
জীবন আছে।
 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০২
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর উপমা, পুরো কবিতা ঢুকে গেছে মন্তব্যে
২| 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৩৮
নীল আকাশ বলেছেন: জীবনের কাছে কখনো হার মানবেন না। হারলেন তো ঠকে গেলেন। দ্বিতীয় কোন সুযোগ কিন্তু নেই। সর্ম্পুন পূর্ণ্যতা মানুষ কখনো পায় না।
 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৩
বাকপ্রবাস বলেছেন: হুম, সুন্দর পরামর্শ।
ধন্যবাদ জানবেন, ভাল থাকবেন
৩| 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৫৭
এ.এস বাশার বলেছেন: ভালো লাগছে,,,,,,,,,,,,,++
 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বাশার ভাই
৪| 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:২৫
জাহিদ হাসান উঃচেঃ বলেছেন: কবিতা পড়ে ভাল লেগেছে ।
 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:৩৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন জাহিদ হাসান উঃচেঃ ভাই
৫| 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:২৭
সাইন বোর্ড বলেছেন: সুন্দর লিখেছেন ।
 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল সাইন বোর্ড
৬| 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাহ! সুন্দর বেদনার প্রকাশ, ভালো লাগলো কথাগুলো
 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৫
বাকপ্রবাস বলেছেন: আপনার পোষ্ট করা গানটা শুনতে চাচ্ছিলাম কিন্তু অপিষে তায় শুনতে পারছিনা। নিক ছবি চেন্জ করলেন।
ধন্যবাদ নয়ন ভাই
৭| 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিটি চেঞ্জ করেই দিলাম, বর্তমান ছবিটি আমার খুব প্রিয় বলে।
সময় পেলে শুনবেন গানটি, সমস্যা নেই ভাই
 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০৮
বাকপ্রবাস বলেছেন: এক ফাঁকে শুনে নিলাম, ভাল লেগেছে। আপনার গানের কথাও ভাল
৮| 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৬
ল বলেছেন: অনেক ভালো লিখেছেন কবি।
 
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:২৪
বাকপ্রবাস বলেছেন: আপনাকে খুব করে ধন্যবাদ জানিয়ে রাখলাম ল
৯| 
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:৩২
আখেনাটেন বলেছেন: হয়তো জীবন তুচ্ছ নয়
গভীর কোন অর্থ আছে 
চূর্ণতা এক শূন্যতার এক
জীবন আছে। --চমৎকার। জীবনের গভীর অর্থ অবশ্যই আছে। কেউ আমরা সে অর্থ উদ্ধার করতে পারি আর কেউ সারাজীবন হাতড়ে মরি।
 
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:০২
বাকপ্রবাস বলেছেন: খুনই ধন্যবাদ নেবেন আখেনাটেন , আমরা অনেকেই জানিনা বা ভাবিনা জীবনের মানে, অনেকেই আবার পেটের ভারেই জীবন শেষ, দুমোঠো আহার চাই। যাদের পেটের প্রবলেম নেই স্বাবলম্বি তারা নিত্য নতুন ভোগের বস্তুর সন্ধানে থাকে। শেষ পর্যন্ত জীবন হয়ে দাঁড়ায় খাও দাও ফূর্তি কর আর বড়াই কর।
১০| 
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:৫৩
জাহিদ অনিক বলেছেন: 
এক জীবন কেটে যাবে এই জীবনের অর্থ খুঁজে পেতে----------- 
লেখাটা ভালো লাগলো।
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:৫১
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন জাহিদ অনিক ভাই
১১| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  ভোর ৬:৩৪
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৪১
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন বড় ভাই
১২| 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:২৬
অভিজিৎ দাস বলেছেন: ভাল লাগলো
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৪২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন অভিজিৎদা
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: একটা ঢেউ ভেঙে পুরো সমুদ্র ব্যাখ্যা করতে পারে না ।