| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
দুগ্ধ গরু গোয়ালে
দূর্বা ঘাস চোয়ালে
গণি মিয়া
তেল দিয়া
বাটে হাত ছোয়ালে
হাসতে থাকে বিউটি
হাসলে লাগে কিউটি
রাত দিন
সাত দিন
গণি মিয়ার ডিউটি।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:১৫
বাকপ্রবাস বলেছেন: ফান করেই লেখা, ধন্যবাদ ভাইযান
২| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০৮
জ্ঞান পাগল বলেছেন: মজা লাগল
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:২৩
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন জ্ঞান পাগল
৩| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: গনি মিয়ার ডিউটি 
আহা কি সুইটি,  
প্রতিদিন সকালে
দুধদুয়ে গোয়ালে,
 
শুভকামনা প্রিয় বাকপ্রবাসভাইকে।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:০৭
বাকপ্রবাস বলেছেন: কেমন আছেন দাদা, আপনার ওয়ালে গেলাম এখন, অনেক বড়বড় লেখা তায় না পড়ে চলে আসলাম, অপিষে থাকিতো তায় বড় লেখা পড়তে ভয় লাগে, মনটা ওদিকে চলে গেলে কাজে ভুল হয়। লেখায় ঢূকে গেলে অস্থিরতা কাজ করে। সময় করে একদিন আপনার লেখাই পড়ব ঠিক করেছি, কোন এক ছুটির দিনে।
৪| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। 
উপরওয়ালার কৃপায় খুব ভালো আছি। আশাকরি আপনিও বিদেশে কুশলে আছেন। আর অফিস টাইমে কাজই আগে, ঠিকই বলেছেন। আমিও অবশ্য এই মুহূর্তে আধ ঘন্টার অফে আছি। আবার সময় পেলে আসা যাওয়া হবে।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।  
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৩৯
বাকপ্রবাস বলেছেন: 
  
  ![]()
৫| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:১৭
করুণাধারা বলেছেন: ভালো লাগলো!
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৩৮
বাকপ্রবাস বলেছেন: করুণা ধারায় এসো................গানের কলিটা মনে পড়ল
খুবই ধন্যবাদ নেবেন
৬| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৪
সাইন বোর্ড বলেছেন: গরুগুলো নিজের হলে গনি মিয়া অবশ্যই এখন লাভ জনক পর্যায়ে অাছে । উনাকে দোহন করতে দিন ।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০২
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ............ গণি তুই দোহন করে যা
....................... পারলে নিজে গেলাস ভইরা খা
....................... বউরে দিস যদি সে চায়
....................... হাসলে বউ ভীষণ মজা পাই।
ধন্যবাদ রইল সাইন বোর্ড
৭| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ লইবেন ভাইযান
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:৪৮
এ.এস বাশার বলেছেন: সুন্দর.... কথামালাই বেশ রস পেলাম... বাকপ্রবাস ভাই.......
নিরন্তর শুভকামনা........