নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

সনেট কবি

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২


কবি তিনি সনেটের
কারিগর
কবিতা যেন তার
বাড়িঘর।
সুই সুতোর মালা গাথে
ছন্দে
ফুলের সৌরভে সুরভিত
গন্ধে।

রাত নেই দিন নেই
রাতদিন
সপ্তাহের ছুটি নেই
সাতদিন।
কতো কী ঘুরে তার
মাথাতে
লিখেলিখে ব্লগের
পাতাতে।

প্রকৃতি ও জীবন সরল
রেখাতে
খোদার বন্দনা তার
লেখাতে।
বিনয় তার রক্তে
স্বভাবে
বিচলিত হয়না অশুভ
প্রভাবে।

ধীর তার চলনে
বলনে
নেই কোন ভ্রুক্ষেপ
দলনে।
নিরবে সয়ে যায়
দুর্গতি
নেই কোন অভিযোগ
কারোপ্রতি।

কবি তিনি মগ্নতা
কবিতায়
আমি শুধু এঁকে গেলাম
ছবিটাই।

মন্তব্য ৪৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

স্রাঞ্জি সে বলেছেন:

প্লাস প্লাস হাজারো প্লাসস........

দুই কবির জন্য শুভকামনা........

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

বাকপ্রবাস বলেছেন: এবং আপনার জন্যও সম শুভকামনা

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।
আল্লাহ আপনার মঙ্গল করুন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

বাকপ্রবাস বলেছেন: অনুমতি ছাড়া পোষ্ট করে দিলাম। ধন্যবাদ জানবেন বড়ভাই

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

এ.এস বাশার বলেছেন: অসাধারন লিখেছেন সনেট কবিকে নিয়ে।
যেন সনেট কবির প্রতিচ্ছবি দেখলাম।।।
আল্লাহ আপনার মঙ্গল করুণ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বাশার ভাই, আমি সনেট লিখতে গিয়েও পারিনাই আগে, পরে সনেট কবির লেখা পড়ে আবারো লেখার চেষ্টা করে দুই চারটা উদগীরন করা গেছে। তায় ওনার একটা প্রভাব পড়েছে আমার উপর সেটা ওনার লেখার চাইতেও ওনার চেষ্টা, অধবসায়, একাগ্রতা, পরিশ্রম, নির্মোহ ইত্যাদি এসব বিষয় আমাকে আকৃষ্ট করেছে।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

আরোগ্য বলেছেন: বাহ্ চমৎকার।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে এক সাগর ধন্যবাদ

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! দারুণ ছন্দময়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৪

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন কিন্তু

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

রাকু হাসান বলেছেন: গুণী কবি কে নিয়ে লেখার জন্য অভিনন্দন জানাই । দুই জনের জন্যই শুভকামনা থাকবে আমার ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৫

বাকপ্রবাস বলেছেন: আপনাকেও শুভেচ্ছা রাকু হাসান ভাই

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাইজান আপনি তো সামুর ছন্দের জাদুগর।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৫

বাকপ্রবাস বলেছেন: লজ্বায় ফেলে দিলেন কিন্ত

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, তিনি সাধারণ মানুষকে নিয়ে লিখবেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৬

বাকপ্রবাস বলেছেন: আপনার বার্তা পৌঁছে যাক কবির কাছে, অসাধারণ মানুস এর পাশাপাশি চাই সাধরণ মানুষদের নিয়ে সনেটের ঢালি

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: সনেট কবিকে নিয়ে ভাল লিখেছে ভাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৭

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল হাসিব ভাই

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: লিখেছেন ***

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৮

বাকপ্রবাস বলেছেন: :D :D :D

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

সৈয়দ ইসলাম বলেছেন: বাহ বাহ,

ফরিদ ভাই কিছুদিন আগ পর্যন্ত ব্লগারদের নিয়ে ধারাবাহিকভাবে সনেট লেখে গেছেন। এখন দেখি উনাকে নিয়ে আপনিও লেখে ফেললেন।

ভাল লাগলো খুব!
প্লাস+++

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯

বাকপ্রবাস বলেছেন: এটাই নিয়ম প্রত্যেকে আমরা পরের তরে তবেই সুফল নিজের ঘরে

ধন্যবাদ জানবেন সৈয়দ ইসলাম ভাই, আমার নামও সৈয়দ দিয়ে শুরু

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

মাহমুদুর রহমান বলেছেন: সনেট কবির কবিতা পড়ে আমি মুগ্ধ হই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১০

বাকপ্রবাস বলেছেন: হুম, মুগ্ধ হবারই কথা, অনায়াসে লিখে ফেলেন কতো কতো সনেট, আমরা একটা লিখতে গিয়েই হিমশিম খাই

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ ভালো লাগলো। ব্লগারদের এই পারস্পরিক মিথোস্ক্রিয়া ব্লগের অহং। এধারা বয়ে চলুক অনন্ত। ++

অভিনন্দন শ্রদ্ধেয় ফরিদভাই, আমাদের প্রিয় সনেটকবিভাইকে ।

আর কবিকে বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১

বাকপ্রবাস বলেছেন: ফরিদ ভাই যেমন সনেট এর জন্য আপনিও উৎসাহ দেবার জন্য পদক প্রাপ্য। সবসময় সব লেখায় আপনি খুব উৎসাহ দেন

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: বাকপ্রবাস ,



ঠিকই বলেছেন --
কবি তিনি সনেটের
কারিগর
কবিতা যেন তার
বাড়িঘর।


সনেট কবিকে শুভেচ্ছা ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২

বাকপ্রবাস বলেছেন: ভালবাসা জানবেন আহমেদ জী এস ভাই।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সনেট কবিকে নিয়ে লেখার জন্য আপনাকে অভিনন্দন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৩

বাকপ্রবাস বলেছেন: উনার অদম্য সনেট লেখা দেখে আমি সনেট লেখার প্রতি আকৃষ্ট হই, তায় এটা ওনার প্রাপ্য ছিল।

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩

জাহিদ অনিক বলেছেন: কবিদ্বয়কে শুভেচ্ছা

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৪

বাকপ্রবাস বলেছেন: আপনাকেও শুভেচ্ছা হে কবি

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: স্যার, আপনার লিখা সব সময় পড়ি। অনেক ভালো লাগে। ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর সুন্দর লিখা আমাদের উপহার হিসেবে দেওয়ার জন্য এবং অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫

বাকপ্রবাস বলেছেন: আমার পাঠক যায় আমারই আঙ্গিনা দিয়া
অথচ আমি খুজিয়া বেড়াই কাঁদিয়া মরিয়া।
-
আজকেই প্রথম দেখলাম আপুকে মনে হয়। উৎসাহ দেবার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

সনেট কবি বলেছেন: সহ ব্লগারগণের মন্তব্যে প্রীত হলাম।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

বাকপ্রবাস বলেছেন: সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: সনেট কবিরে নিয়ে দারুণ কবিতা। ধন্যবাদ

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১২

বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। চমৎকার হয়েছে।
ভালো কাজের জন্য অনুমতির দরকার হয় না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

বাকপ্রবাস বলেছেন: হুম তায় নেয়া হয়নি।

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: আমি যদি পারতাম প্রতিটা ব্লগারকে নিয়ে লিখতাম।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

বাকপ্রবাস বলেছেন: ব্লগারদের এক একজনকে এক একটা ক্যারেক্টারে ফেলে গল্প লিখতে পারেন। অনেকগুলো গল্প হয়ে যাবে।

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

সৈয়দ ইসলাম বলেছেন:
কন কী মিয়া। আপনারে একটা তথ্য দিব।

আচ্ছা, আগে একটা প্রশ্ন করি, আপনি নামাজ পড়েন?

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

বাকপ্রবাস বলেছেন: আমার পূর্ব পুরুষ সওদি আরব থেকে বাংলাদেশে গেছে। নাম সৈয়দ আহমেদ হাবিব।
নামাজটা অতি পার্সোনাল দেখে বললামনা।

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

তারেক ফাহিম বলেছেন: শ্রদ্ধেয় সনেট কবিকে নিয়ে দারুন কবিতা দেখে ভালোলাগা।

আমার ব্লগে হাতের খড়ি
ঐ সনেট কবি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

বাকপ্রবাস বলেছেন: বট বৃক্ষের ছায়া পথিক এর জন্য পাখীর জন্য আবাস

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

সৈয়দ ইসলাম বলেছেন:
আরে ভাই সৈদালী, আমি বলছিলাম অন্য কারণে। দেখবেন, সেটা ইনশাআল্লাহ আপনাকে উৎসর্গ করার চেষ্টা করবো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

বাকপ্রবাস বলেছেন: :) B-))

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

কাছের-মানুষ বলেছেন: কবিকে শুভেচ্ছা। আপনার কবিতায় প্লাস ++

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

বাকপ্রবাস বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ কাছের মানুষ

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

ইসমাঈল আযহার বলেছেন: খুব সুন্দর হয়েছে, দারুন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন ইসমাঈল আযহার ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.