নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৩
বাকপ্রবাস বলেছেন: দূর বলেই ধরা যায়না
তায় না?
২| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮
হাবিব বলেছেন:
(বি: দ্র: আপনার অনু কাব্য কে টেনে টুনে বড় কাব্য করার ব্যর্থ চেষ্টা করা হয়েছিল। ভুল মার্জনীয়। )
চারপাশে এত নুর
আমি ধরতে পারি না,
সব কেন এত দূর
আমি নাগাল পাইনা।
এত কাছে তবু কেন
অনেক দূরে মনে হয়,
সে কি আমার মনের ভুল
নাকি সহজ পরাজয়?
পরাজয় মেনে কেন নিব
আমি তো ভীরু নই,
কেউ বলে দাও না আমায়
তাকে পাবো কই ?
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৫
বাকপ্রবাস বলেছেন: সুপার হাবিব স্যার
হাবিব নামটা আমারও
যাহাই আমার তাহাই আপনার
যাহাই আপনার তাহাই আমার।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনি কি 'অনুকাব্য' শব্দটাকে জোক হিসেবে নিয়েছেন? বিরক্তকর ব্যাপার
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬
বাকপ্রবাস বলেছেন: ফান করেছি ঠিকই তবে বিরক্ত হবার জন্য সরি
৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪
আরোগ্য বলেছেন: এ যেন করুন সুর
টানে আমায় বহুদুর।
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬
বাকপ্রবাস বলেছেন: গাজীদা খেপেছে
চাবুক ছুড়ে মেরেছে
৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২
সৈয়দ ইসলাম বলেছেন:
গাজী তো বলে দিয়েছেন
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩
বাকপ্রবাস বলেছেন:
৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩
ওমেরা বলেছেন: ধরতে না পারলে দুরে থাকেন না গাজীদা ধরে আছাড় দিবে!!
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা পালায় পালায়
গাজীদা ধরতে পারলে
কাজ হবেনা ছালায়।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা আমিওয়ে সেটাই
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৭
বাকপ্রবাস বলেছেন: বেতাল সময় যাচ্ছে ..........................
৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: সুর ধরে করবেন কি?
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০২
বাকপ্রবাস বলেছেন: বেশুরা গাইব
৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩
কাছের-মানুষ বলেছেন: চাঁদগাজী সাহেব যথার্থ বলেছেন।
তবে ছোট পোষ্ট পড়তে কিন্তু আমার ভাল লাগে।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩
বাকপ্রবাস বলেছেন: হ চেষ্টা করুম আরো ছোট দেয়া যায় কিনা
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬
করুণাধারা বলেছেন: সব কেন এত দূর
নাগাল পাই না........