নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চাওয়া না চাওয়ায় কারো কিছু যায় আসেনা
ঠিক যেমন পাওয়া না পাওয়ায় নেই কারো হাত
জানালা খুলে কেনইবা হাস্নাহেনা আর হাসেনা
কেনইবা, কার ওমে অঘোরে ঘুমায় মাঝ রাত।
সেইসব নিয়ে আমার আজকাল কোন মাথাব্যথা নেই
এমন আরো অনেক কিছুই ঝেড়েঝুড়ে নির্মোহ কাল
আমি জানতাম, আরো জানতাম অন্ধকার দিন আসবেই
পলেস্তারা খসে পড়বে আর উঠে আসবে গাছের ছাল।
সেই সময়টা ঠিক এখনই আর পেয়ে গেছি সেই জবাব
যে প্রশ্নটা প্রশ্ন ছিলনা কভূ ছিল শুধু সময়ের অপেক্ষায়
এখন আমার সেই ক্রান্তি-কাল ঘিরে আছে চতুর্মূখী অভাব
সে প্রস্থান স্বার্থক ছিল একশত আশি ডিগ্রীতে ঘুরে যাওয়া উপেক্ষায়।
০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৯
বাকপ্রবাস বলেছেন: আপনার জ্যামিতি পড়ে আসলাম, সত্যিই অনন্য আর ব্যাতিক্রম ছিল।
২| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪
হাবিব বলেছেন: সামনে আসছে পদার্থ- রসায়ন- বায়োলজি, সেখানেও পাব কি প্রেরণা?
০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮
বাকপ্রবাস বলেছেন: আগে বাচ্চা ডেলিভারী হোক তারপর আদর করব।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো সময়ের সিদ্ধান্ত।
শুভকামনা প্রিয় প্রবাসীভাইকে।
০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন দাদা
৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০১
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন বড়ভাই
৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বেশ লিখেছেন।
ছবিটি কার? এতো সুন্দর বাহ!
০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
বাকপ্রবাস বলেছেন: ছবি গুগল মামা থেকে ধার নেয়া
৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ওহ আচ্ছা। শুভ কামনা জানাই আপনাকে।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩০
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকেও
৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
আরোগ্য বলেছেন: সময়ের সিদ্ধান্ত ছড়ার বদলে কবিতা, বাহ্ ভালোই।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩১
বাকপ্রবাস বলেছেন: সব সময় একই তরকারী হলে একটু বিস্বাদ লাগে কিনা
৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২
উদাসী স্বপ্ন বলেছেন: ভালোই তো কবিতা। যু্ক্তবর্ন দেয়ে গঠিত শব্দ গুলো দিয়ে মাত্রা ঠিক রাখার প্রয়াস লক্ষ্মনীয়।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪
বাকপ্রবাস বলেছেন: চেয়েছি এক তিন, দুই চার অন্ত্যমিলটা ঠিক রাখতে। বৃত্তে ঢেলে লেখা অনেক কষ্ট ও সময় সাপেক্ষ তায় সর্বত ব্যকরণ পালন হয়না, তাতে সময় যায় বেশী, আর এতা মনযোগ দিতে হয়যে অপিষে কাজ ভুল হয়। ধন্যবাদ আপনাকে।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন ভাইযান
১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৩
এ.এস বাশার বলেছেন: কবিতা ও কবিতার অন্তমিল অসাধান হয়েছে বড় ভাই।
আপনার আগের দুটি লেখা পড়েছি কিন্তু মন্তব্য করতে পারিনি বলে খারাপ লেগেছে।
শুভকামনা রইলো...
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৭
বাকপ্রবাস বলেছেন: ভালবাসা জানবেন বাশার ভাই।
১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০০
সনজিত বলেছেন: ভাল লিখেছেন। শুভ কামনা
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৭
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন সনজিত ভাই
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৫
হাবিব বলেছেন:
অন্ধকার ঘুচে যাক, অভাবরা সব দূরে যাক।
আপনার প্রতিটি লেখার যে শৈল্পিকতা তা এখানেও বিদ্যমান।
আমার আজকের ব্লগ "জ্যামিতিক ভালোবাসা" পড়ার জন্য আমন্ত্রন।