নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডোডো
=-=-=-=
ডোডো পাখী ডিম পাড়ে
খায় বসে জানোয়ার
ধ্যুরধ্যুর ছ্যাইছ্যাই
তাড়ায় এসে আনোয়ার।
ডিমটাতো হাত ছাড়া
ডোডো খোদ বেশতো
ভূনাভূনা ঝোলঝোল
খেতে বসে শেষতো।
আহাআহা ডোডো পাখী
ডিম খেল জানোয়ার
তায় দেখে কেঁদে মরে
পাখীপ্রেমি আনোয়ার।
---------------------------------------------
ব্লগার মোঃ মাইদুল সরকার view this link ভাই এর পোষ্টে পেলাম ডোডো পাখী, সেখানে কমেন্ট দিতে গিয়ে ছড়া হয়ে গেল তায় কৃতজ্ঞতা সরকার ভাইকে এবং ওখানকার কমেন্ট এখানে পোষ্ট হয়ে গেল।
----------------------------------------------
আবেডিং জাবেডিং
*******************
পাক দেশের ভাট্টি
মেরেছিল নাট্টি
খুইয়ে কানের পাট্টি
ভাগে নিয়ে গাট্টি।
রেখে গেছে কুইচ্যা
চৌরাস্তার মুইচ্চা
পেলে ধরে লুইচ্চা
শেলায় করে মুইচ্ছা।
শেলাই শেষে গিট্টু
রটনায় মি ট্টু
ঘটনা হিটট্টু
হি হইল শি ট্টু।
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৫
বাকপ্রবাস বলেছেন: চেতনায় কৈ ভাজ (ভাজুন)
ধন্যবাদ রইল কিন্তু মামুন ভাই
২| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৫
বিজন রয় বলেছেন: ডেডো নিয়ে তো তুলকালাম কান্ড বয়ে যাচ্ছে!!!
কেমন আছেন ছড়ার রাজা?
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৯
বাকপ্রবাস বলেছেন: বিজনদা ধন্যবাদ জানবেন, আসলে খুব বিজি থাকি সময় দিতে পারিনা কিন্তু সামুকে ফিল করি খুব। সেই সকাল ৭.৩০ থেকে রাত ১০টা পর্যন্ত কাজে ব্যস্ত থাকি।
৩| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: বেশ লেগেছে।
সুখপাঠ্য।
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন বাবু ভাই
৪| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৭
আরোগ্য বলেছেন: মাইদুল ভাইকে ধন্যবাদ।
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১০
বাকপ্রবাস বলেছেন: জি, ধন্যবাদটা ওনারই প্রাপ্য।
৫| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় প্রবাসী ভাই ছড়াটি বেশ রম্য হয়েছে ।
শুভ কামনা রইলো ।
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫১
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল বড়ভাই
৬| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
এই ছড়া লেখার অপরাধে ২০ কোটি টাকার মানহানি মামলা হতে পারে!
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫১
বাকপ্রবাস বলেছেন: ডরাইসি
৭| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডোডো পাখী না হাঁস ?
নাকি কেউ কেউ ছুঁড়ে মারে
কথার ঝালের ফাঁস ???
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫২
বাকপ্রবাস বলেছেন: পাখী হোক আর হাঁস খাইতে পারলেই হইল আরকি
৮| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ ! চট জলদী দারুন একটা পোস্ট।
স্বাগতম ছড়াকার।
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩
বাকপ্রবাস বলেছেন: ছবি দেইখা মনে হইল হাট্টিমা টিম টিম
৯| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩
ফোয়ারা বলেছেন:
বেশ ভূষা হাসলাম.........
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩
বাকপ্রবাস বলেছেন: হাসন দরাকার আছে, আমি সময় পাইনা হাসার, দৌঁড়ের উপর থাকি
১০| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩
টিয়া রহমান বলেছেন: কবিতা বা ছড়া আমার তেমন একটা ভালো লাগে না, তবে আপনার ছড়াটা খুব ভালো লাগলো, এখন থেকে কবিতা পড়া শুরু করবো ভাবছি
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪
বাকপ্রবাস বলেছেন: গতকাল আপনার ব্লগে গেছিলাম বেড়াতে, কমেন্টও দিয়ে আসছি কিন্তু
১১| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২
কিরমানী লিটন বলেছেন: রম্যের আড়াল আবডালে- সত্যের উঁকি ...
ভালো লাগলো- খুউব .।
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪
বাকপ্রবাস বলেছেন: হ ভাইযান, রাজনীতির বিনোদন দিলাম এক ফাঁকে
১২| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২২
নীল আকাশ বলেছেন: পাকিদের ভাট্টি। ভাট্টিদের বউ এখন চেতনাবাজ। এটাই চরম সত্য।
২য় ছড়া টা দারুন হয়েছে।
ডোডো পাখি আগে রোষ্ট করে খেয়েদেখি কেমন লাগে? তারপর বলব ১ম টা কেমন হয়েছে........
শুভ কামনা রইল!
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫
বাকপ্রবাস বলেছেন: পাখী খাইতে খাইতে ভাট্টিরে উদ্ধার করেন, চামড়াতে আঘাত পাইয়া মামলা কইরা দিসে
১৩| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: খুব মজার।
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাইযান
১৪| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪
হাসান রাজু বলেছেন: সকালেই ডোডো আর ভাট্টি কাহিনি পড়লাম । এরই মাঝে ছন্দে ছন্দে আবার!!! বেশ লিখেছেন।
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫১
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল হাসান রাজু ভাই
১৫| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
সাইন বোর্ড বলেছেন: ছড়া ভাল লেগেছে ।
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ছড়া ভালো লেগেছে। আমিও দুচার লাইন -
ডিজিটাল দালাল, নিশিদিন টানে মাল।
যেখানেসেখানে মগ্নচৈতন্যে করে
ঝিকঝিক
সমবর্গীয় মাতালেরাও সাথে বলে
ঠিকঠিক।
রিস্ক এড়াতে নিয়মকরে খায় তারা
চেতনার পিল
সাবধান! যখনতখন মারতে পারে
বুমেরাং ঢিল।
(ঝিকঝিক শব্দটি শ্রদ্ধেয় @চাঁদগাজীর থেকে নেওয়া। আশাকরি ব্লগাররা এর অর্থ সম্পর্কে অবগত আছেন।)
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৬
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই আামাদের নিত্য নতুন শব্দ উপহার দিচ্ছেন, ভালই লাগছে।
১৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৪
হাবিব বলেছেন: বাহ্, সুন্দর ছড়া....
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৭
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ভাইযান
১৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭
নজসু বলেছেন: দারুণ ডোডো।
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯
বাকপ্রবাস বলেছেন: খেতে পারলে মন্দ হতোনা
১৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭
নজসু বলেছেন: এতো সুন্দর জিনিস খেতে ইচ্ছে করবে না।
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৯
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ওটা দেখতে হাট্টিমা টিমটিম
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: পাকিদের ভাট্টি। ভাট্টিদের বউ। বউ এখন চেতনাবাজ