| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
মিনিমিনি ছিনিমিনি
তাকে আমি চিনি চিনি
মুখে বলে হানি হানি
অন্তরে বিষ জানি।
ভাত দেব ভোট দেব
গোলা ভরে সুখ দেব
মামলাটা তুলে নেব
হামলা নয় চুমু দেব।
অংবং  চংবং 
কতো রং কতো ঢং
নাচে তা, তাতা থৈ
উন্নয়নের গাহে সং।
মিনিমিনি ছিনিমিনি
তাকে আমি চিনি চিনি
বিষ পেয়ালা হাতে জানি
মুখে বলে হানি হানি।
 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১০
বাকপ্রবাস বলেছেন: আমরাও অংবংচং
২| 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হা হা হা হা। ছবিটা হেব্বি হইছে। 
আর ছড়াটাও।   ভালো লিখেছেন।।
 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২০
বাকপ্রবাস বলেছেন: ছবিটা দেখে আমার আর ছড়া পড়তে হচ্ছেনা, দেখেই হাসি পাচ্ছে। গুগল মামা জিন্দাবাদ
৩| 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৪
হাবিব  বলেছেন: অনেক অনেক ছন্দ আর সত্যি কথায় ছড়াটা ভরপুর। তবে অংবং চংবং কি মিতা?
আপনি কিন্তু আমার বাড়ি আর আসেন না। রাগ করেছেন নাকি?
 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২১
বাকপ্রবাস বলেছেন: আমার এটা পোষ্ট করেই আপনার ব্লগে গিয়ে কমেন্ট করে আসছি, দারুণ হয়েছে লেখাটা।
সময় পাচ্ছিনা, খুব ব্যস্ত তায় কমেন্ট কম করা হচ্ছে
৪| 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৬
কবীর বলেছেন: 
এই মোবাইল এ দিয়েছে ?....আমি দিয়েছি। 
 
উন্নয়নের নমুনা আমি আর কিছু কমুনা। 
  ![]()
 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২২
বাকপ্রবাস বলেছেন: হ, হেই লাইগ্যায় মোবাইলরে চুমাই।
৫| 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৮
আখেনাটেন বলেছেন: অাপনি মজার মানুষ আছেন মাইরি!!!!!!!!! ![]()
 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৫
বাকপ্রবাস বলেছেন: একটু বিনোদোন দিতে পারলে ভালই লাগে
৬| 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৬
আরোগ্য বলেছেন: দারুণ লিখেছেন হাবিব ভাই।
 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫১
বাকপ্রবাস বলেছেন: গণতন্ত্র আরোগ্য হোক। উন্নয়নের গণতন্ত্র চাইনা
৭| 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৯
আরোগ্য বলেছেন: একজন আব্রাহাম লিংকন দরকার গনতন্ত্রের আরোগ্যের জন্য।
 
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১৫
বাকপ্রবাস বলেছেন: লিংকনে কাজ হবেনা, হামলা মামলা দিয়ে সাইজ করে দিবে হা হা হা
৮| 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩৩
তারেক ফাহিম বলেছেন: মিনি মিনি চিনিমিনি  
  
ছবিটার সাথে মিনি মিনি যায়  ![]()
 
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১৬
বাকপ্রবাস বলেছেন: ছবিটাও দারুণ ম্যাচ করেছে ![]()
৯| 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১:৪৬
সবুজের ইবনে বতুতা বলেছেন: দারুন সৃষ্টি। অংবংচং।
প্লাস + +
 
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১৬
বাকপ্রবাস বলেছেন: হুম, সব মিলে অং বং চং ই
১০| 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:১৩
ফেনা বলেছেন: চমতকার হয়েছে। 
অনেক অনেক ভাল লাগা।
 
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১৬
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন ফেনা ভাই, নিজ ছবি চেন্জ হলো দেখছি
১১| 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪০
নজসু বলেছেন: বাহ বাহ
জবর জবর,
ভোট ভোট
খবর খবর।
 
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১৭
বাকপ্রবাস বলেছেন: পুরাই অংবংচং আরকি
১২| 
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: কি সুন্দর মিলিয়ে মিলিয়ে লিখেছেন একটা ছড়া।
 
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১৭
বাকপ্রবাস বলেছেন: হুম, দেশ ও প্রশাসন এভাবে মিলিয়ে মিলিয়ে চলছে
১৩| 
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৩:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা  হা  ,মজা পেলাম । 
শুভকামনা প্রিয় প্রবাসী ভাইকে ।
 
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১৮
বাকপ্রবাস বলেছেন: মজাই মজা। ধন্যবাদ দাদা
১৪| 
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৬
এ.এস বাশার বলেছেন: ছড়ায় সুন্দর হয়েছে..............বড় ভাই...
 
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৪
বাকপ্রবাস বলেছেন: থ্যাংকু বাশার ভাই
১৫| 
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৮
চাঁদগাজী বলেছেন: 
আরো ২/৪টা গ্রেনেড মারলে হয়তো আসল উন্নয়ন শুরু হবে।
 
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৫
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা স্যালুট মুরুব্বি। জবাবটা দারুণ ছিল। লা জবাব। বাইচা যখন আছে সুশাসনটা চাই। এইটুকু চাওয়া। গ্র্যানেড হোতরা নিপাত যাক।
১৬| 
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৬
ফেনা বলেছেন: জনাব চাদঁগাজী সাহেব, শুধু গ্রেনেড মারলে হবে না আপনি চান্দের দেশ থেকে কয়েকটা রকেট ল্যান্সার মারেন। তবে যদি কিছু হয়।
 
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫০
বাকপ্রবাস বলেছেন: মুরুব্বির দুঃখটা বুুঝি। জামাত বিএনপিকে মেনে না নেওয়ারই কথা। তবে যারা দেশ চালাচ্ছে তারাতো জামাত বিএনপির মতো করছে
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এক্কেবারে সত্যি কথা।
কিন্তু আমাদের যে বুঝেও উপায় নাই!