নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুইটা অস্ত্র তার
একটা তার নিজের জানি
অন্যটা তবে কার?
পুলিশের কাছে গিয়েছিলাম
জানো তুমি কিছু?
দুষ্টু বলে কানটা মলে
ধাওয়া নিল পিছু।
কে দিল তাকে
এমন ভয়ানক অস্ত্র
যার গরমে খসে পড়ল
খোদ গতরের বস্ত্র।
কে দেবে তার জবাব
প্রশ্ন জমে হচ্ছে পাহাড়
উত্তরের যে অভাব।
২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬
বাকপ্রবাস বলেছেন: খালেদাজিয়া মিলীটারি দিয়া রেব নামাইয়া এখন নিজেই ঠ্যাংগানি খাইতাছে, আর কতো ঠ্যাংগাইবো, হেগো পিঠে আর জায়গা নাই, বাকীটা গণপিঠে আইসা ঠেকতাছে। তায় এইবার খেমতা না দিলে কেমনে হয়।
২| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: দুটো অস্ত্র কি আর একসাথে রাখা যায়?
২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬
বাকপ্রবাস বলেছেন: দুইডার দুই কাম, একটা আরেকটারে রক্ষা কইরব
৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৭
ফেনা বলেছেন: কোন জায়গার ঘি কোন জায়গা দিয়ে বের হয়!!!! দেখার বিষয়।
২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা হাসতে হাসতে শেষ
৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৭
নজসু বলেছেন: লোকটার গরম বেশি নাকি?
২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮
বাকপ্রবাস বলেছেন: অস্ত্রের গরমে কাপড় উইড়া উইড়া যায়
৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শেষে শানে নুযূল এড করে দিলে ভাল হত না!
২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২
বাকপ্রবাস বলেছেন: শানে নুযূল এর ভারে অন্তর্বাসটাও ছুটে গেলে আর মুখ দেখানো যাবেনা
৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
"লেখক বলেছেন: খালেদাজিয়া মিলীটারি দিয়া রেব নামাইয়া এখন নিজেই ঠ্যাংগানি খাইতাছে, আর কতো ঠ্যাংগাইবো, হেগো পিঠে আর জায়গা নাই, বাকীটা গণপিঠে আইসা ঠেকতাছে। তায় এইবার খেমতা না দিলে কেমনে হয় "
-খেমতা না দিলে ভালো হয়; তবে, তিনি ব্লগে ছড়া পড়েন না, উনি গ্রেনেড ঠেকান!
২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
বাকপ্রবাস বলেছেন:
নির্বাচন, সুশাসন, গণতন্ত্র, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা এগুলান কী তাইলে গ্রেনেডের ভিতরেই থাকবো? আমগোর কিছু কওনের নাই? পাগলা ঘোড়ার পিঠে চইড়াই দেশ চইলব?
৭| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
হাবিব বলেছেন:
বেশ বেশ বেশ,
ইজ্জত হলো শেষ।
ইজ্জত তাদের নাই,
পাছে আমরাই লজ্জা পাই ।
২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
বাকপ্রবাস বলেছেন:
এর আগেও একখান ফডো ভাইরাল হইছিল, হাতে জাতীয় পতাকা লইয়া ধন বাইর কইরা দেখায় দিসে, ইজ্জত তখন যায়নাই, এখন যাইব কেরে?
৮| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
যারা বাকশালের লোককে হত্যা করেছে, তারাই "ক্রসফায়ার" চালু করেছে, ছড়াতে ওসব লিখলে, ছড়া সঠিক ও মান সম্পন্ন হবে।
২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
বাকপ্রবাস বলেছেন: ছড়াতে সেসবও আসতে পারে, বাকশাল নিপাত জরুরী ছিল কিন্তু যে পন্থায় নিপাত হয়েছে সেটা গ্রহণযোগ্য নয়। বর্তমান সমসায়িক ছড়া তায় সেইসব আনা হয়নি।
৯| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
বাকশাল নিপাত যাওয়ায়, বাংগালীরা ব্উ ফেলে সৌদী আরব, মালয়েশিয়া যাচ্ছেন, আপনাদের ভাবীর সংখ্যা বাড়ছে, ছড়াও কচুর ছড়ার মত বড় হচ্ছে!
২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
বাকপ্রবাস বলেছেন: বাংগালীরা বউ নিয়ে আম্রিকাও গেছে হেইডাওতো কওন দরকার।
১০| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: ছড়ার নেপথ্যে যাই থাকুক ওটা নিয়ে কমেন্ট করব না , তবে ছড়াটা ভালো হয়েছে ।
শুভেচ্ছা নিয়েন ।
২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
বাকপ্রবাস বলেছেন: নেপথ্যে কী আছে আমিও জানিনা, আমি লুঙ্গী দেখলাম আকাশে ওড়ছে তায় ছড়া লেখার তাগিদ পেলাম।
১১| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, "লেখক বলেছেন: বাংগালীরা বউ নিয়ে আম্রিকাও গেছে হেইডাওতো কওন দরকার। "
-১ লাখের মতো বাংগালী আমেরিকায় বে-আইনীভাবে আছেন, উনাদের কষ্টের কথা বুঝার মত অবস্হানে আপনি নেই; এদের অনেকের বউ ও ছেলেমেয়ে আছে, অনেক কষ্টে আছেন এরা; বাকশাল হলে, বাংলাদেশ মালয়েশিয়ার মতো বিদেশ থেকে লোকজন আনতো। আপনারা পড়ালেখা করেননি ঠিক মতো, কঠিন বিষয় বুঝতে পারেন না।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৩
বাকপ্রবাস বলেছেন: আপনারা পড়ালেখা করেননি ঠিক মতো, কঠিন বিষয় বুঝতে পারেন না।
আমি যখন কাউকে আওয়ামী বৈশিষ্ট্য এর কথা বলি তখন কিছু পয়েন্ট উল্লেখ করি, এগুলোর কোনটা না কোনটা পাওয়া যাবে, এই বৈশিষ্ট্য এক বা একাধীক থাকবেই এবং বৈশিষ্ট্যগুলো উল্লেখ্য কারন এসব বৈশিষ্ট্যগুলো তারা চরমভাবে লালন করে ব্যক্তিগত চরিত্রে।
১) নিজেকে সর্বজ্ঞানী ভাবা
২) অন্যকে অসম্যান করা
৩) বিপরীত যুক্তি সহ্য না করা
৪) আওয়ামিলীগ প্রশ্নে ন্যায় নীতি আইন কানুন ইত্যাদির তোয়াক্কা না করা
সবশেষে আমি যেটা উল্লেখ করি সেটা হলা বেশীর আওয়ামিলীগ ভাল হোক বা মন্দ হোক বেয়াদপ হবার সম্ভবনা খুব বেশী।
আপনার প্রতি আমার পুরো সম্মান আছে এবং থাকবে, এবং বিশ্বাস করি আপনি বর্তমান আওয়ামিলীগকে সাপোর্ট করেননা, এবং সেটা না করে থাকলে আমাকে অশিক্ষিত, গাধা ঘোড়া যাই বলেন আমি মাথা পেতে নেব।
বাকশালকে সাপোর্ট করার মতো আধুনিক রাজনীতির নৈতিক বিজ্ঞানে কোন চ্যাপ্টার পাওয়া যাবেনা, যেটা পাওয়া যাবে সেটা হল ম্যাকিয়াভেলির পরামর্শ, তবে সেটাও কার্যকর হচ্ছেনা, যে কোন ছলছাতুরিতে রাজাকে তার কার্জ হাসিলের কথা পরামর্শ দিয়েছেন, কিন্তু রাজা নিজেই এক বিযোগন্তক পরিস্থিতির স্বীকার হল।
এখন কথা হলো এতো কিছু থাকতে কেন আপনার মনে হল বাকশাল হলে বাংলাদেশ অনেক উন্নত হতো? সেটাইতো বুঝলামনা
ড.কামালকে আপনি অভিযোগ করে থাকেন সকল ক্ষমতা জাতির পিতাকে দিয়ে সংবিধান প্রণয়ন করার ব্যাপারে আর এখন বলছেন বাকশাল হলে দেশ উন্নত হতো। বিপরীত নয় কি?
জাতির পিতা তিনি স্বমহিমায় উজ্বল কিন্তু রাষ্ট্র পরিচালনায় কী খুব একটা ভাল ছিলেন? আপনিই বলুন। সকল ক্ষমতা যে কুক্ষিগত করে সে কী করে ভাল রাষ্ট্র নায়ক হবে? তাকেই কেন সবকিছু করতে হবে?
১২| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আসেন বাকশালের উপড় পিএইচডি করি.......
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৫
বাকপ্রবাস বলেছেন: বাকশালকে হার মানিয়েছে বর্তমান শাসন ব্যবস্থা।
১৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাগড়া অস্ত্র তার।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৫
বাকপ্রবাস বলেছেন: উতা থেরাপী দেয়া গেলে মন্দ হতোনা
১৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: ছবিটা সম্পর্কে পুরোটা জানলে মনে হবে এটা স্বাভাবিক ছবি।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৭
বাকপ্রবাস বলেছেন: ইতিহাস না জানলেও চলবে, ছবিটা রিয়েল হলেই আমি ধন্য, রিয়েল না হলে আমি মুছে দেব এই লেখা। লুঙ্গি যখন মাথায় উঠে যায় তখন আর ইতিহাস জানার দরকার পড়েনা, বাকীটা নিজ থেকেই বোঝা যায়।
১৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮
মাহমুদুর রহমান বলেছেন: এটা অস্বাভাবিক কোন ঘটনা নয়।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৮
বাকপ্রবাস বলেছেন: সবই স্বাভাবিক
১৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯
ভবিষ্যত বলেছেন: চাদগাজী আংকেল ...আপনার কি নুন্যতম লজ্জাবোধ নাই....সবকিছু তে অন্যে র দোষ খুজেন... ভালকে ভাল আর খারাপ কে খারাপ বলার সাহস কি আপনার নাই... নাকি আপনি ও সরকারের মত ... সবকিছুর উপরে চলে গেছেন.
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৯
বাকপ্রবাস বলেছেন: মুক্তিযোদ্ধা হিসিবে আংকেল আমাকে থাপড়ানি দিলেও আমি কিছু মনে করবনা, আওয়ামিলীগ হিসেবে যদি করে থাকেন তাহলে ঘৃণা করব।
১৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৪
সোহানী বলেছেন: সৈাদিতে কানাডা অস্র রপ্তানী করবে না বইলা ঘোষনা দিয়ছে। যাক্... আমাগো একটুস খানি সম্ভাবনা উকিঁ দিতাছে!!! মারহাবা.... দেশ তাইলে আগাইতেছে!! সবাই আমিন না বইলা যাইবেন না...............
২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫
বাকপ্রবাস বলেছেন: হ, তাইলেতো দেহি আমরা সাপ্লাই দিবার পারুম
১৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৭
হাবিব বলেছেন: মিতা! আজকে কি কিছু পাবো? আরেকটু হাসতে চাই!
২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫
বাকপ্রবাস বলেছেন: কাজের ঠেলায় মাথা হ্যাং আছে বহুত
১৯| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দুই অস্ত্রের দুই কাম
লাইগা গেছে জ্যাম
তোরা চালিয়ে যা কাম
অনেক হল বাপু এবার একটু থাম।
২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৬
বাকপ্রবাস বলেছেন: চেতনার তেজ বেশী, সহজে থামবার চায়না
২০| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: কর্মপন্থা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু এটা অস্বীকার কূরার সুযোগ নেই যে বাকশাল এর উদ্দেশ্য মহৎ ছিল। এ বিষয়ে বঙ্গবন্ধুর ভাষণটা শুনতে পারেন। উনার ব্যর্থতা থেকে সংশোধনী আনতে এ কাজ করেছিলেন। কার্যকারিতা পাওয়ার সময় তো পাওয়া গেল না। উনি তো এমনিতেই সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন, এটা কুক্ষিগত করার দরকার ছিল কি? জাসদ ও অন্যান্যরা নানা অপপ্রচার চালিয়েছে। আর উনি কিন্তু সমাজতান্ত্রিক ছিলেন না, বিপদে পড়েই সোভিয়েত এর পরামর্শে এ কাজ করেছিলেন। এটা সাময়িক ব্যবস্থা ছিল। এ নিয়ে বঙ্গবন্ধুর একাধিক সাক্ষাৎকার আছে।
২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬
বাকপ্রবাস বলেছেন: যাদের মনে একনায়কতন্ত্র এর খায়েস আছে তারাই বাকশাল এর স্বপক্ষে থাকবে। গণতন্ত্রে গণতান্ত্রিক ভাবেই উন্নয়ন করতে হবে, মের ধরে সবকিছু ব্যান্ড করে দিয়ে উন্নয়ন গণতন্ত্র গ্রহণ করেনা। ধন্যবাদ আপনাকে
২১| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০
তারেক ফাহিম বলেছেন: দুটো যন্ত্র একসাথে ব্যবহার করা যায়?
২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭
বাকপ্রবাস বলেছেন: হত্যা ও ধর্ষণ দুটাইতো টিকে আছে, পরিমল এর কথা মনে পড়ে গেল
২২| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪
হাসান রাজু বলেছেন: জবাব দেবেন বেগম জিয়া, তিনি মিলিটারীকে রাস্তায় নামায়েছেন, নাম দিয়েছেন "র্যাব";- চাঁদগাজী
বেগম জিয়ার বুটের ব্র্যান্ড 'র্যাব' । সেই "র্যাব বুট"কে এখন আপন ভেবে বুকে ঠাই দিয়েছে আঃলীগ । আর আঃলীগকে আপন করে বুকে ধরে রেখেছেন চাঁদগাজী ।
যা দাঁড়ালো, খালেদা জিয়ার বুটের নিচে আশ্রয় আঃলীগের আর আঃলীগের বুকে আশ্রিত চাঁদগাজী সাহেবরা।
২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭
বাকপ্রবাস বলেছেন: চাঁদাগাজী দাদা জবাব দিতে পারবেন, আমি নিশ্চুপ রইলাম।
২৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩
হাসান রাজু বলেছেন: একেবারে খাসা লিখেছেন। ছন্দ, রস আর ভাবনা মিলে একাকার।
২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৮
বাকপ্রবাস বলেছেন: ছড়ার সারমর্ম হলো লুঙ্গি লুঙ্গির জায়গাই নেই, সেই লজ্বাটাও নেই তাদের যারা তাকে সাপোর্ট করার জন্য ইতিহাসে ডুব দিল।
২৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭
সাইন বোর্ড বলেছেন: সামনে অারো ভয়াবহ দূর্দিন অাসছে...
২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১
বাকপ্রবাস বলেছেন: সামনে ছোট টাও থাকেবনা আর কি
২৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
ফ্রিটক বলেছেন: পুলিশ ও অস্ত্রওয়ালা ভাই ভাই মনে হচ্ছে,তবে বাঁশ যেদিন উল্টো দিকে যাবে সেদিন টের পাবে কিরকম লাগে! দেখা যাক সেদিন কবে আসে।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:১১
বাকপ্রবাস বলেছেন: দেখা যাক কোন বাঁশ কিভাবে কাজ করে
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
জবাব দেবেন বেগম জিয়া, তিনি মিলিটারীকে রাস্তায় নামায়েছেন, নাম দিয়েছেন "র্যাব"; আপনি তো বুটের প্রশংসাকারী; বেগম জিয়াকে বলেন, মলিটারীকে আবার কেনটনমেন্টে ফেরত পাঠাতে; মিলিটারীর কাজ হলো মানুষ মারা