নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

কালি

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮


এ কী রূপ দেখালি, 'মাকালী,'
পথেপথে আবরোধ
এ কেমন প্রতিশোধ
মুখে পোড়া মবিল মেখে দেয়
শালা, শালী।

তোর অনেক রূপ জানি
তোকে মনের রানী মানি
কোন রূপে এলি আবার
পথ অবরোধ গালাগালি
মুখে পোড়া মবিল মেখে দেয়
শালা, শালী।

কালীরে কালী, 'মাকালী,'
ফিরে যা মন্দিরে
আমরা আজ বন্দীরে
স্বরূপে ফিরে আয়, অবরুদ্ধ বাংগালি
মুখে পোড়া মবিল মেখে দেয়
শালা, শালী।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫

হাবিব বলেছেন:




এটাতো ভাই ভালো বাসা
কালি কেন বলো,
গাড়ি থামাও আন্দোলনে
কালি মাখি চলো।

কালি সত্য কালিতে সুখ
কালিতে রাঙায় মুখ,
কালিতে তাই দেই ছড়িয়ে
চারিদিকে সুখ।

সুখের নদী আনন্দেতে
ভরবে এবার তাই,
ধর্মঘটে অধর্ম আজ
শান্তি কোথায় পাই।

শান্তি নাহি আছে কোথাও
আছে আল্লাহর কাছে,
দেশের মানুষ হতাশ হয়ে
প্রার্থনাতে বাঁচে।

(ভাই প্রথম মন্তব্য মুছে দিয়েন)

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯

বাকপ্রবাস বলেছেন: জয় কালি

২| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০

বিজন রয় বলেছেন: হা হা হা ........ শেষ পর্যন্ত এই!!

ওরা পুরা বাংলাদেশের মুখেই কালি দিল!!

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯

বাকপ্রবাস বলেছেন: কেমন যেন বেহায়া কাজকারবার

৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯

আরোহী আশা বলেছেন:




বেশ বেশ বেশ,
কালিময় দেশ।

ভালো লেগেছে।

আমার নতুন লেখা পড়ার দাওয়াত রইলো।

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮

বাকপ্রবাস বলেছেন: হুম, ঘুরে আসলাম, ভাল লিখছেন। চালিয়ে যান। সাথে আছি।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২

ওমেরা বলেছেন: বৃষ্টিকে ডেকে আনুন সব ধুয়ে দিয়ে যাবে । আমাদের এখানে এখন অনেক স্নোফল হচ্ছে।

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩

বাকপ্রবাস বলেছেন: পাথর বৃষ্টি লাগবে, মাথায় পড়বে আর অক্কা যাবে

৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: যারা এভাবে কালি দিয়েছে- তারা খুব গর্হিত কাজ করেছে।

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

বাকপ্রবাস বলেছেন: হুম, খুবই ফারতু কাজ হয়েছে

৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩

পদ্মপুকুর বলেছেন: অসাধারণ। সুন্দর প্রতিবাদ। তবে আবার ধর্মীয় আবেগে আঘাতের মামলায় পড়ে যান কি না কে জানে...

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২

বাকপ্রবাস বলেছেন: ধর্মে আঘাত দেয়ার মতো কিছু হয়নি এখানে, উল্টো মা কালির গুণগান হয়েছে।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: দেশ হোলি খেলার ধুম পরেছে কয়েক বছর যাবত দেখছি, এটি শ্রমিকদের কালি কেলার ধুম - মনে হয় চলবে, ধুমসে ।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

বাকপ্রবাস বলেছেন: মগের মুল্লুক আর কী

৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: মগের মুল্লুক তো অবস্যই - বাংলাদেশের অপর নাম মগের মুল্লুক !

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

বাকপ্রবাস বলেছেন: নির্লজ্ব দলিয়পনা, তোষামোদি, বডি লেংগুয়েজ আর লাগামহীন নিম্নমানের কথা বচন এগুলো দেখে ও শুনে খুব বিরক্ত লাগে

৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: কিছুই করার নেই, সবাই আইন হাতে নিতে পছন্দ করে সবাই আইন ভাঙ্গতে পছন্দ করে, হয়তো সেদিন বেশী দুরে না - যেদিন অস্ত্রহাতে জাতিসংঘের মিশনে বাংলাদেশে মিলিটারি নামবে, ততোদিনে বাংলাদেশ হবে ঘানা, বসনিয়া, কঙ্গো, সোমালিয়া !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.