নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

তেতুল সমাচার

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫



তেতুল গাছে থোকায় থোকায়
পাকা তেতুল ঝুলে
রসরসে টসটসে
লবণ মরিচ ছুলে।

তেতুল কখন টক
কখন তেতুল মিষ্টি
তেতুলের স্বাদ পেতে হলে
চাই দুরুদৃষ্টি।

কালকে যারা তেতুল বলে
তিড়িং বিড়িং নাচছে
আজকে দেখ কেমন মজা
তেতুল চুষে খাচ্ছে।

কিছু তেুতল ধরে গাছে
থাকে ঝুলেঝুলে
কিছু আবার জাত খাবে
সেই তেতুল ছুলে।

পাড়ার হুজুর মুচকি হাসে
কানে কানে কয়
তেতুলে তার কিঞ্চিৎ টান
কিন্তু বেশী নয়।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

নীল আকাশ বলেছেন: বস! একেবারে সময় মতো লিখে দিলেন? দুর্দান্ত হয়েছে। যারা গলাবাজি বেশি করে এরাই আজকাল দেখি তেতুল বেশি চাটে.....।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

বাকপ্রবাস বলেছেন: মজায় মজা

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তেতুলের ছবি দিলেন। তার উপর মনোমুগ্ধকর কবিতা। যে কারো খেতে ইচ্ছা করবে।

সুন্দর ভালো লাগলো। খেতেও মন চাইছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

বাকপ্রবাস বলেছেন: এমন ছবি দেখে আমারও ইসপিস করছে

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

হাবিব বলেছেন:



তেঁতুলের সব গুনাগুন

হেফাজতে এক তেঁতুল হুজুর আছে
তাদের সাথে একটা সময়
ছিল অনেক দ্বন্দ্ব,
তাই তেঁতুলের সব গুনাগুন জেনে
এখন পাল্টেছে ঐ ৫ মের ছন্দ।

তেঁতুল থেকে ই বি সি সব পেতে
নেতারা সব হেফাজতের কোটে।
এখন চাঙ্গা থাকবে হার্ট আর
কোলেস্টেরল জিরো,
ভোটের মাঠে হবে তারা
অটোমেটিক হিরো।

(সংক্ষেপিত)

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

বাকপ্রবাস বলেছেন: হুজুরের কি দোষ
এমন তেতুল দেখলে বল
থাকে নাকি হুস

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

শাহাদাত নিরব বলেছেন: কবিতা পড়ে বুঝতে পেরেছি তেঁতুলের এখন বাম্পার ফলন ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

বাকপ্রবাস বলেছেন: আজকে সবাই হলুদ তেতুল

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ বাকপ্রবাস -

চিরল চিরল তেঁতুল পাতা

তেঁতুল বড় টক ।

তোমার সাথে ভাব করিতে

আমার বড় সখ ।

(সহীহ্ শফিনামা )

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

বাকপ্রবাস বলেছেন: হা হা হা সহীহ হা হা হা

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: তেতুল হুজুরকে নাকি স্বাধীনতা পদক দিতে হবে?

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

বাকপ্রবাস বলেছেন: তেতুল হুজুরের অবদান
শাপলা ট্রাজেডি ভুলে যান

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: তেতুল নিয়ে কি আগে একটা ছড়া ছিল আপনার ? আজকের তেতুল সমাচার সুন্দর হয়েছে ।

শুভকামনা ভালোবাসা প্রিয় প্রবাসী ভাইকে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

বাকপ্রবাস বলেছেন: এক নয়, তেতুল নিয়ে আমার অনেকগুলো ছড়া হয়ে গেল হা হা হা

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

লীনা জািম্বল বলেছেন: তেতুলই জীবন তেতুলই মরণ --

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

বাকপ্রবাস বলেছেন: ডাকে পাখী খোল আঁখি
দেখ তেতুলের বাজার
মোল্লা চাটে বৃদ্ধাঙ্গুল
রাজার

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এইডা কি হইল?
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ আমার কথা কইল
কপি রাইটে দেব নাকি মামলা শ করে ;)
মনের কথা বুঝলো কেমনে হুবহু যে মিলে ;)

হা হা হা

একটু ভিন্নতায় তবুও দিলাম ;)

চিরল চিরল তেতুল পাতা
তেতুল বড় টক
সফির সাথে ভাব করিতে
আমার বড় সখ ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

বাকপ্রবাস বলেছেন: ও শফি তুই খাস কী
তেতুল আচার চাস কী?
একটু যদি খাস
হবে সর্বনাশ

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

বাকপ্রবাস বলেছেন: যাকে তাকে বলনা, তেতুলেরও কান আছে

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


ছড়া তেমন একটা মিলেনি, ছন্দময় হয়নি

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

বাকপ্রবাস বলেছেন: এটাকে আমি অবশ্য ছড়া হিসেবে কাউন্ট করছিনা, জাষ্ট চলমান ফান

১২| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার কবিতা অনেক অনেক সুন্দর হয়েছে। কেমন আছেন?
কয়দিন ধরে ব্লগের অনেকের তেঁতুল নিয়ে পোষ্ট দেখে গতকাল অনেকগুলো তেঁতুল খেয়ে ফেলেছিলাম, এখন অবস্থা খুব খারাপ। খাওয়া দাওয়া করতে পারছি না ঠিক মত।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৮

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা শফি সাহেব জানলে দোয়া করে দিতেন। অনেক ব্যস্ত সময় যাচ্ছে তায় ব্লগে সময় দিতে পারিনা, ফিল করি ব্লগকে খুুব

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: চিরল চিরল তেঁতুল পাতা
তেঁতুল বড় টক ।
তোমার সাথে ভাব করিতে
আমার বড় সখ ।
(সহীহ্ শফিনামা ) -
কপিপেষ্ট করে গেলাম

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

বাকপ্রবাস বলেছেন: হা হা হা বুঝিয়া লইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.