| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমার নাম মিটু
আমি একটা কবিতা বলব
কবিতার নাম হিটু।
এক ছিল এক ধনী
টাকা পয়সার পাহাড়
বলল আমায় মণি
সোনামণি আমার।
হাত লাগল গায়ে
ভয় দেখালো আরো
নুন ছিটালো ঘায়ে
সুন্দরী বউ তারো।
ভয়ে ছিলাম আর
লোক লজ্বাও ছিল
সেটাই অস্ত্র তার
সুযোগটাও নিল।
সময় এখন হল
মুখোশ খোলার পালা
মিটুর জোয়ার এল
হিটু লুইচ্যা শালা।
 
১৪ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:৫৬
বাকপ্রবাস বলেছেন: মিটুর জোয়ারে
শালা ভরুক খোয়াড়ে
২| 
১৪ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:০৮
তারেক ফাহিম বলেছেন: সুন্দর, সুন্দর
মিঠু বেটা বান্দর  ![]()
 
১৪ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:৫৭
বাকপ্রবাস বলেছেন: একটা দুইটা বান্দর ধর
লেজ কেটে সোজা কর
৩| 
১৪ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৬
রাজীব নুর বলেছেন: খুব মজার।
 
১৪ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৪১
বাকপ্রবাস বলেছেন: হ হ হ হ টু
৪| 
১৪ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:২৭
নজসু বলেছেন: 
হেঃ হেঃ হেঃ
 
১৪ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৪১
বাকপ্রবাস বলেছেন: হে হে হে হিটু
৫| 
১৪ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০০
জাহিদ অনিক বলেছেন: 
বাহ মিটুর হিটু ছড়া
 
১৭ ই নভেম্বর, ২০১৮  রাত ১:০৮
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ধন্যবাদ কবিভাই
৬| 
১৭ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার একটি ছড়া....
 
১৮ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:২৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন প্রভাপু
৭| 
১৮ ই নভেম্বর, ২০১৮  রাত ১:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! বাহ!
 
১৮ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩০
বাকপ্রবাস বলেছেন: থ্যাংকু বড়ভাই
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪৩
হাবিব বলেছেন: বেশ বেশ বেশ
মিটুময় দেশ।