| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
অঞ্জনাতো দিল ধোঁকা 
মনিরখান কাঁদে
মনের দু:খে গান ছেড়ে তায়
রাজনীতিরই ফাঁদে।
বৃথা জীবন জলাঞ্জলি
দু:খ বোঝায় কারে
স্বাদের ভোটে সিট পেলনা
রাজনীতিটাও ছাড়ে।
কোথায় যাবে মনির খান
কোথায় যাবে আর
বুকের ভেতর তুষের আগুণ
কেবল তোলপাড়।
 
১০ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২৬
বাকপ্রবাস বলেছেন: রাজনীতির আমূল পরিবর্তন প্রয়োজন, উড়ে এসে জুড়ে বসে নমিনেশান পেয়ে যায়। অথচ সারা বছার মামলা হামলার শিকার কর্মী ও নেতাদের মূল্যায়ন হয়না। রাজনীতিতে কে আসবে, কেন আসবে এসব নিয়ে ভাবার কেউ নাই, মার্কা আছে টাকা থাকলে কিনে নিয়ে সংসদে যাও
২| 
১০ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩১
চাঁদগাজী বলেছেন: 
এমপি'র দায়িত্ব কি?
 
১০ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৪
বাকপ্রবাস বলেছেন: হিরো আলম ভাল বলতে পারবে। এ বিষয়ে আমরা ৯৯% যেটা মনে করি সেটা হল ভেজাল দলীয় প্রপাগান্ডায় ভরা চেতনা। স্থানীয় জনপ্রতিনিধীরা যেটা করার কথা, চেয়ারম্যান মেম্বাররা সেই কাজটা এমপি করার প্রতিশ্রুতি দেয়, উন্নয়ন এর স্বপ্ন দেখায়। অথচ সংসদে তার কাজ কি হওয়া উচিত, সে কী করবে সেটা তারা নিজেও জানেনা অবস্থা।
৩| 
১০ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৭
বিজন রয় বলেছেন: হা হা হা .....
কত কিছু যে দেখছি...... !!!
 
১০ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৫
বাকপ্রবাস বলেছেন: অঞ্জনা
মনে বাজে
খঞ্জনা
৪| 
১০ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৪
বিজন অধিকারী বলেছেন: অবশেষে মনির খানকে অঞ্জনাতো আগেই ফাকি দিয়েছিলো এবার বিএনপি দিলো......... হা হা হা হা হা হা হা !!!!!!!!!!
 
১০ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৫
বাকপ্রবাস বলেছেন: এ জীবন শুধু কান্নায় ভরা...........কাঁদো খান কাঁদো
৫| 
১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
কাঁটা ঘায়ে দিলেন নুনের ছিটে !!
ঠিক হলো কি  হাড়ি ভাঙ্গা হাটে?/sb]
 
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ২:২০
বাকপ্রবাস বলেছেন: সংস্কৃতি কর্মী বা সাংবাদিক বা এমন টাইপ অন্যান্যরা রাজনীতিতে একাকার হয়ে রাজনীতিরই ক্ষতি করে থাকেন। একটা কর্মক্ষেত্রের ইমেজটা দিয়ে রাজনীতিতে উতরে যেতে চান, আসলেই কী রাজনীতি করতে চান এরা? নাকি স্বার্থবাজ ?
৬| 
১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৭
অপু দ্যা গ্রেট বলেছেন: 
রাজনীতি না করে তার গান নিয়ে ই থাকা উচিত ছিল ।
 
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ২:২১
বাকপ্রবাস বলেছেন: তার কন্ঠ ভালো, আবেগ দিয়ে গায়, রাজনীতি করতে হলে রাজনীতির মতোই করুক, স্বার্থ উদ্ধার না হলে গোস্বা করা উচিত নয়।
৭| 
১০ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৯
রাজীব নুর বলেছেন: মনির খান তার ভুল বুঝতে পেরেছে।
 
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ২:২১
বাকপ্রবাস বলেছেন: শুধু এমপি হবার বাসনা নিয়ে রাজনীতি করা উচিত নয়
৮| 
১০ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১১:০১
নজসু বলেছেন: 
কত রাত ঘুমাতে পারিনা রে  
কত রাত ঘুমাতে পারিনা। 
মনির খান এবার শান্তিতে ঘুমিয়ে নিন।
 
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ২:২৩
বাকপ্রবাস বলেছেন: তোর ঘুম পেয়েছে বাড়ি যা
স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে
(শিলাজিৎ এর গান)
৯| 
১০ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১১:২৫
ল বলেছেন: এ যে বিষম যন্ত্রণা রে --
 
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ২:২৩
বাকপ্রবাস বলেছেন: দুঃখে যার জীবন গড়া
সুখতো দেয়না ধরা
১০| 
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১২:০৭
আলমগীর কাইজার বলেছেন: মনির খান আবার গানে ফিরে আসবে, একদিন সবাই সঠিক জায়গাটা চিনতে পারে।
 
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ২:২৪
বাকপ্রবাস বলেছেন: গানেই ভাল করবে মনির খান
১১| 
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৮:০২
পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পরে আপনাকে পেয়ে খুশি হলাম। খাসা ছড়া হয়েছে। মনির খানের জন্য আমার সমবেদনা রইল । হা হা হা।
 
১২ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৩:২৭
বাকপ্রবাস বলেছেন: সময় পাইনা, অনেক বিজি জীবন যাপন
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২০
ডার্ক ম্যান বলেছেন: যার উপর যায় সেই বুঝে। এখন নমিনেশন পেতে টাকা লাগে শুধু, আর কিছুই না ।