| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
কেন মিছে গঞ্জনা
নাচে ভাল অঞ্জনা
ঝুমুর পায়ে ছলাত ছলাত
যেন পাখি খঞ্জনা।
পাড়ার ছেলে রইস্যা
যাত্রাপালায় বইস্যা
অঞ্জনার নাচ দেখে
লালা ঝরে খইস্যা।
হায় ব্যাচারি অজ্ঞনা
করতে মনো রঞ্জনা
রইস্যা টানে শাড়ি, ব্লাউজ
লাঞ্চনা আর বঞ্চনা।
 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৯
বাকপ্রবাস বলেছেন: খুব কইরা ধন্যবাদ রইল কিন্তু
২| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: খিকজ খিকজ--
 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৯
বাকপ্রবাস বলেছেন: হা হা হা মজায় মজা
৩| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩০
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
লেখা ভালো লেগেছে। অঞ্জনা এক সময় হট নায়িকা ছিল। কয়েক দিন আগে ওর একটা সাক্ষাৎকার দেখলাম টিভিতে। বর্তমানে অর্থনৈতিক অবস্থা খারাপ। প্রায় কান্নাকাটি করছিল। 
টপিক চেঞ্জ করে ফেললেন লেখার!
শুভ কামনা রইল!
 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৫০
বাকপ্রবাস বলেছেন: ফেবুতে ভাইরাল, মহিলা লীগ নেত্রী অঞ্জনা টকশোতে বলেছে শেখ হাসিনা ঘরে ঘরে ব্লাউজ দিয়েছে হা হা হা
৪| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩৮
মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা।
 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৫০
বাকপ্রবাস বলেছেন: মজায় মজা
৫| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এবার একেবারে নায়িকা অঞ্জনাকে নিয়ে হাজির !
পাড়ার ছেলে ডাক পেয়েছে কি কাজীর ?
 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৫১
বাকপ্রবাস বলেছেন: পাড়ার ছেলে কাজি ছাড়ায়
টান মারে শাড়ি আড়াই
৬| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৯
কাওসার চৌধুরী বলেছেন: 
ব্লাউজ গবেষক!! চাটুকার!!!
 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৫১
বাকপ্রবাস বলেছেন: ব্লাউজ লীগ
৭| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৫৭
নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: ফেবুতে ভাইরাল, মহিলা লীগ নেত্রী অঞ্জনা টকশোতে বলেছে শেখ হাসিনা ঘরে ঘরে ব্লাউজ দিয়েছে হা হা হা
শেষ পর্যন্ত হাম্বালীগ ব্লাউজ যেয়ে আশ্রয় নিল....কলিকাল কলিকাল......
এর পরে কোনটাতে যাবে? ![]()
 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:১৩
বাকপ্রবাস বলেছেন: মাথা আওলায় গেছে পুরোটাই, কী কইব কী কইরব বুইঝতে হাইত্তেছেনা
৮| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ ![]()
 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:১৩
বাকপ্রবাস বলেছেন: হো হো হো হো
৯| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪০
 ব্লগার_প্রান্ত বলেছেন: 
  
 ![]()
 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৫৮
বাকপ্রবাস বলেছেন: কে দিয়েছে ঘরে ঘরে ব্লাউজ? ![]()
১০| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৪
ল বলেছেন: দারুণ!!!  দারুণ!!  দারুণ!
লালা ঝরে তেতুল দেইখা।!!!   
 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৭
বাকপ্রবাস বলেছেন: হ, শফি হুজুর থেইকা পানি পড়া লাগব
১১| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২৩
ঢাবিয়ান বলেছেন: কাদের সিদ্দিকী বলেছেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে নায়ক-নায়িকাদের নির্বাচনের প্রচারণায় নামাতে পারে।  ![]()
 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৫২
বাকপ্রবাস বলেছেন: কে দিয়েছে কে?
=-=-=-=-=-=-=
কে দিয়েছে লাল পেটিকোড
কে দিয়েছে কে?
কে দিয়েছে শাড়ি, চুরি
আরো আইনা দে।
কে দিয়েছে হাতকাটা ব্লাউজ
দরজী বেটা চোর
সদরঘাটে রোজ দেখা পাই
রইস্যা হারামখোর।
রইস্যা হারামি নৌকার মাঝি
হিন্দি গান গায়
পেটে ভাতের লোভ দেখাইয়া
কাছে ঘেসতে চায়।
কে দিয়েছে আলতা, স্নো
কে দিয়েছে কে?
রইস্যা হারামির গিফ্ট নিমুনা
জলে ভাসায়া দে।
১২| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৫
নীল আকাশ বলেছেন: পোষ্ট চলে এসেছে........।https://www.somewhereinblog.net/blog/bengal_gypsi/30265329
ব্যাপক ফ্রী ফ্রী বিনোদন!
 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৫২
বাকপ্রবাস বলেছেন: হ, কমেন্ট মাইরা আইলাম
১৩| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৫২
নজসু বলেছেন: 
এই নায়িকা এখন নানী দাদী টাইপ হয়ে গেছেন।   ![]()
 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৩
বাকপ্রবাস বলেছেন: তেজ তো আছে এখনো, পলিটিক্স করে
১৪| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৮:২৯
হাবিব বলেছেন: আহারে.......
 
২৫ শে ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:১৮
বাকপ্রবাস বলেছেন: হা হা রে......
১৫| 
২৪ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১১:৫৮
সাইন বোর্ড বলেছেন: বড়ই দুস্কের কতা, এই আধা বুড়িও শেষতক বগলের দেখনোর জইন্যে বিলাকুসকুস খুলতাছে...কে জানে কয় টাকা পাইছে ।
 
২৫ শে ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:২১
বাকপ্রবাস বলেছেন: গুগলে সার্চ মাইছিলাম পিক নেবার জন্য, সেখানে দেখলাম আগে থেকেই মহিলা লীগ কইরা আসতাছে, তায় সেইটারে স্বাগতম জানায়, আগে থেকেই রাজনীতির সাথে জড়িত, ইদানিংকার লেজুড়বৃত্ত তারকা গুলা থেইকা এক ধাপ ভাল আছে, তবে উত্তেজনায় ব্লাউজ খোলার অবস্থা দেইখা ভাবলাম কতো বড় মূর্খদের নিয়ে আসে টকশোতে
১৬| 
২৫ শে ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫২
সনজিত বলেছেন: সরল রেখা!
 
২৫ শে ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:২১
বাকপ্রবাস বলেছেন: হ সনজিত দা, সরল রেখায় আমার বাঁকা চোখ পড়েছে ![]()
১৭| 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:২৬
অপু দ্যা গ্রেট বলেছেন: 
আগে মনে করতাম সে মনির খানের অঞ্জনা । 
যাই হোক কবিতা ভাল হইছে ।
 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:২৮
বাকপ্রবাস বলেছেন: অপু দ্যা গ্রেট
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছন্দ সুন্দর হয়েছে।