| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
রক্ত নদী বয়ে গেল
জলের মাছ গাছে
সিইসি হুদা হেসেই মরে
ঠিক আছে সব, ঠিক আছে।
চারিদিকে ভয়, আতংক
অসুর দানব নাচে
সিইসি হুদা হেসেই মরে
ঠিক আছে সব, ঠিক আছে।
হামলা শেষে মামলা বোনাস
গুমের ভয় পাছে
সিইসি হুদা হেসেই মরে
ঠিক আছে সব, ঠিক আছে।
এই অনাচার আর ব্যাভিচার
যাবো কার কাছে?
সিইসি হুদা হেসেই মরে
ঠিক আছে সব, ঠিক আছে।
  
 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৫৬
বাকপ্রবাস বলেছেন: ঠিক আছে সব ঠিক আছে
২| 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: আপনার ছড়াটাও জটিল হয়েছে।
 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৫৬
বাকপ্রবাস বলেছেন: ঝামেলার যতটুকু দিক আছে
ঠিক আছে সব ঠিক আছে
৩| 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৮
নজসু বলেছেন: 
অসময়ে মেহমান 
ঘরে ঢুকে বসে যান 
বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে 
তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে ।
সুকুমার রায়ের এই ছড়াটার কথা মনে হলো প্রিয় ছড়াকার।
 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৫৭
বাকপ্রবাস বলেছেন: হুম সুকুমারের আদলেই তাল লয় আছে
ঠিক আছে সব ঠিক আছে
৪| 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৬
সেলিম৮৩ বলেছেন: উনি সরকারের চোখে দেখেন তাই সব ঠিক অাছে-কবি।
 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৪
বাকপ্রবাস বলেছেন: বোঝালাম গোজামিলের যতটুকু দিক আছে
তিনি হেসে বললে ঠিক আছে, ঠিক আছে
৫| 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২৫
আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: রাজিব নুর, 'ইসিকে দেখলে হাসি পায়' শুনে/পড়ে আমার দ্বিগুন হাসি পাচ্ছে। হাইস্যকর ইসি।
 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২৬
বাকপ্রবাস বলেছেন: হাসতে পারা ভাল যখন হাসতে থাকি রোজ
সিইসি যখন হাসাতে পারে নিন তার খোঁজ
৬| 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২৭
আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: ডান-বাম-মধ্য আছে
টুপি আছে, পৈতা আছে
চে'ও আছে
 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:১২
বাকপ্রবাস বলেছেন: আছেরে ভাই সবাই আছে
ম্যাকিয়াভেলী আছে, চানৈক্য আছে
সেই খুশিতেই সবাই নাচে
৭| 
২৭ শে ডিসেম্বর, ২০১৮  সকাল ৯:০৭
সনজিত বলেছেন: ছড়াটা জটিল হয়েছে
 
২৭ শে ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:৩১
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন সনজিত দা
৮| 
২৮ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১১:১২
অপু দ্যা গ্রেট বলেছেন: 
দেশের এখন এটাই চিত্র 
সব ই ঠিক আছে 
বাকি সব গুজব
 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:০৮
বাকপ্রবাস বলেছেন: বুঝালাম ক্ষমতায় লিক আছে
নেতা হেসে বললেন ঠিক আছে, ঠিক আছে
৯| 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১:৩৪
ল বলেছেন: দারুণ ছড়ার হাত দাদা --
মহাজোট তো শেষ --- এবার কি হবে!!!    
ই সি কে রাষ্ট্রপতি চাই -- কি কন?? হা হা
 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩০
বাকপ্রবাস বলেছেন: গণতন্ত্রে উভয় দল ক্ষমতায় আসেনা, একদল ক্ষমতায় থাকে, তবে এবার নির্লজ্ব ডাকাতি হতে যাচ্ছে। সবশেষে গণতন্ত্রের জয় হোক, বাংলাদেশের জয় হোক সেই কামনা
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: সকালে ডেলিস্টার পত্রিকায় ইসিকে দেখে খুব হেসেছি। একদম বাস্তব অবস্থা তুলে ধরেছে ছবিটাতে।