নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনি বড় ভাল ছিলেন
শততার আলো ছিলেন
কুকুরের লেজ ধরে
চোঙ্গায় ভরেছিলেন?
তিনি বড় ভাল ছিলেন
যদিও শরাব গিলেন
কুকুরের কান ধরে
ভিলেনও হয়েছিলেন?
তিনি বড় ভাল ছিলেন
কিছু দিলেন কিছু নিলেন
কুকুরের পালে ভিড়ে
অবশেষে ঘেউ দিলেন।
০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০
ঢাবিয়ান বলেছেন: মানুষ লিখতে জানে, পড়তে জানে কিন্ত আফসোস কোণোটা ভাল কো্নটা খারাপ সেটা জানে না। ইংলিশে এদেরই মনে হয় ইডিয়ট বলে।
০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩
বাকপ্রবাস বলেছেন: হা হা হা বকা যখন দেয়া হবে ইংলিশেই ভাল, বকা খেলেও মানটা বাড়ে
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
তিনি বড় ভাল ছিলেন
ঘেউ ঘেউ করতে
নর্দমায় পড়লেন!
এমনাটা মিছ হয়নি তো
০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪
বাকপ্রবাস বলেছেন: জানিনাতো কোন দমায় পড়েছেন
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: আজকাল দেখছি- কেউ মরে গেলেই ভালো লোক হয়ে যায়। প্রিয় লোক হয়ে যায়।
০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪
বাকপ্রবাস বলেছেন: মরলেই সাহিত্য হয়ে যায়, যে যার মনেরমতো সাহিত্য রচনা শুরু করে দিচ্ছেন
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮
নীল আকাশ বলেছেন: তিনি বড় ভাল ছিলেন
সারাদিন টাল হয়ে
মাল খেয়ে ঘেউ ঘেউ করেন।
তিনি বড় ভাল ছিলেন!
দারুন লিখেছেন!
মরেছে না, এবার জায়গা মতো আসল হিসাব দিতে হবে, পাই পাই করে.......
মুসলিম, নাস্তিক, হিন্দু সব হিসাব একবারে হবে.......
ধন্যবাদ।
০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫
বাকপ্রবাস বলেছেন: আওয়ামি পাম্প মেশিনটা খুব দারুণ, যে কোন কাউকেই পাম্প মেরে ফুলিয়ে ফেলতে পারে ইচ্ছেমতো
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮
সাইন বোর্ড বলেছেন: লোকটাকে আমি মোটেই গুণী মানুষ মনে করতাম না ।
০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬
বাকপ্রবাস বলেছেন: জানিনা কী করে তরাই ফেলচে, ওরা প্রয়োজনে উপরের তুলতে তুলতে এমন উপরে তুলে ফেলেছে বঙ্গবন্ধুর একটু নিচে রাখে
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২০
ঢাবিয়ান বলেছেন: আপনারে বকা দেই নাই। পড়ালেখা জানা শিক্ষিত মানুষ যারা জেনেশুনে খারাপকে ভাল বলে তাদের বলেছি।
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা না না না আমি নিজের গায়ে মাখিনাই, কইতে চাইছিলাম যারা বকা খাইসে ওরা একটা সান্তনা পাইব বকা দিলেও ইংরেজীতে দিসে, ইজ্বত রাখচে
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৭
খায়রুল আহসান বলেছেন: মৃত ব্যক্তিদের সম্পর্কে নিন্দা করা বা তার চরিত্রের খারাপ দিক নিয়ে আলোচনা করা আমাদের ধর্মে নিরুৎসাহিত করা হয়েছে। তাই বলে কোন মৃত ব্যক্তি সম্পর্কে ফুলিয়ে ফাঁপিয়ে কোন কিছু বানিয়ে বলারও তো প্রয়োজন নেই।
ওনার কৃত্কর্মের জবাব ওনাকেই দিতে হবে- জীবিত অবস্থায় উনি সেটা বিশ্বাস করে থাকুন বা নাই থাকুন। তবে একথা তো বলাই যায় যে উনি ওনার দলের অনেক মারদাঙ্গা ও অভব্য বড় নেতাদের তুলনায় অনেক সভ্য ছিলেন, এ্যাপ্রোচেবল ছিলেন। বিচারের মালিক আল্লাহ স্বয়ং, আর কেউ নয়।
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০
বাকপ্রবাস বলেছেন: সেইটা মাথায় রাইখাই আমি কানো নাম উল্লেখ করিনাই, কবিতাটা সার্বজনীর রূপ দেবার চেষ্টা করেছি কিন্তু বর্তমান সময়টাকে উপজীব্য করে। আগামী কাল এই কবিতা পড়লে পাঠক এর মনে কিন্তু সৈয়দ সাব এর কথা মনে আসবেনা তখন এটা কবিতাই থাকবে
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০
ট্রাভেলার মাসুদ বলেছেন: চমৎকার!