নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটার পয়সা অনেক
নেই যেটা চরিত্র
কন্যা দেবে তার কাছে?
রুচি এতই দরিদ্র!!
ঠিক তেমনি ভোট লুটে
গণতন্ত্রের বস্ত্রহরণ
উন্নয়নের স্বপ্ন দেখে
নিচ্ছ মেনে করছ বরণ।
ধিক তোমাদের ধিক
বিবেকটাকে বন্ধক রেখে
ফ্যাসিবাদের পদ চেখে
ভাবছো তবু ঠিক।
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭
বাকপ্রবাস বলেছেন: দারুণ কমেন্ট, ছড়াটা ছাড়িয়ে কমেন্টটাই সেরা হল।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি বাঁচলে বাপের নাম...
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭
বাকপ্রবাস বলেছেন: জপ করুন এটাই কাম
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪
স্রাঞ্জি সে বলেছেন:
কিছু কি করার আছে। এই নির্লজ্জ বিবেক বর্জিত জাতির কাছে।
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮
বাকপ্রবাস বলেছেন: ধর্ষণ দিয়ে শুরু, এদিকে ভোট দেবার অপরাধে একটা পুরো গ্রামকেই একঘরে রাখা হচ্ছে এমন ফেসিবাদ শুরু এখন।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪
হাবিব বলেছেন: ছি: ছি:
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯
বাকপ্রবাস বলেছেন: ছি: ছি: ছি:
অপাত্রে কন্যা দিয়ে
হাসছে হি হি হি
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩
তারেক ফাহিম বলেছেন: ক্ষমতা আর প্রাচুর্য্য থাকলে চরিত্রে একটু ঘাটতি থাকা কিছু না
আমরা সমাজে তা মানিয়ে নিয়েছি।
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২০
বাকপ্রবাস বলেছেন: হুম। সেটাই। ক্ষমতা আর প্রাচুর্যে সবই সয়ে যায়
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ছোট ছোট ঘৃনা
জমছে বহু দেনা
রেখো মনে পাপ
ছাড়েনা আপন বাপ।।
তোমার ভুলে তুমিই যাবে
কলংকেরই তল অতল
গণতন্ত্র করলে হত্যা, হায়
ভোট ডাকাতির একি ছল।।
০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩
বাকপ্রবাস বলেছেন: জমছে পাপের বিশাল পাহাড়
তবুও তাদের রঙ্গের বাহার
ভাবছে এমন কী আর ব্যাপার
চাটছে যারা নাম্বার ওয়ান চাটার
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬
বাকপ্রবাস বলেছেন: খুব কইরা ধন্যবাদ রইল কিন্তু
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: এই সমাজের মানুষ গুলো পচে গলে নষ্ট হিয়ে গেছে।
০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭
বাকপ্রবাস বলেছেন: মানুষের চিন্তার পঁচন ধরেছে, অনৈতিকতাকে বৈধ, অহংকার আর অধিকার মনে করে
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১
নতুন-আলো বলেছেন: ছি: বলে আর কি হবে?
০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৮
বাকপ্রবাস বলেছেন: কিছুই হবেনা কিংবা অনেক কিছুই হবে, আমি পারিনি, আমার প্রজন্ম যেন ছি কে ছি বলা শেখে সবকিছু নিজেকেই পারতে হবে এমনতো না
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৪
শেখ মফিজ বলেছেন: যে হেরে গেছে তার জন্য দুঃখবোধ নেই ।
যোগ্য ছিলনা বলেই সে হেরেছে ।
যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হয়
গান গাইলে হয়না ।
০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯
বাকপ্রবাস বলেছেন: অযোগ্যরা হেরে যাক দুঃখ পাবার কিছু নাই কিন্তু অনৈতিকতাকে ছিঃ না বলে প্রশংসা করাটা আদৌ কাম্য নয়
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
মিজানুর-রহমান বলেছেন: বিবেক পচে গেছে ওদের।
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:০৩
বাকপ্রবাস বলেছেন: সেটা তারা বুঝতে পারছেনা বা চাচ্ছেনাও
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১
শাহারিয়ার ইমন বলেছেন: ঘনিয়ে আসতেছে ভীষন অন্ধকার ।
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:০৪
বাকপ্রবাস বলেছেন: অন্ধকারেই আছি তবুও নাচি
ভাবি কতো ভাল আছি
১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
জাতীর বিবেক মরে পঁচে গেছে.......
গনতন্ত্র মারা গেছে আরও আগে.....
সারা দেশে শুধুই পঁচা গন্ধে সয়লাব.......
চমৎকার আবেগের বহি:প্রকাশ...।
শুভ কামনা রইল!
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭
বাকপ্রবাস বলেছেন: যাচ্ছে মরে যাচ্ছে পচে
ধীরটা সবার মগজটা
দেখছে সবে নিচ্ছে মেনে
নিচ্ছেনা কেউ গরজটা।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি আমি ভাবছি বসে সাধু মানুষ যারে
সে কি আর মোদের কথার কোন ধার ধারে।
ধার ধারিলে মোদের কথায় এমন কাণ্ড করে?
কি আর করা, ক্ষমতা নাই তাই থাকি দূরে।