| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
একটা পাখি ময়না
একটা পাখি টিয়া
চলরে ময়না শানাই বাজে
শালিক পাখির বিয়া।
আসল পাখি বাবুই
আসল দোয়েল, শ্যামা
দেখদেখ নাচছে ময়ূর
কেমন সুন্দর এ-ম্মা!
গাইছে পাখি কোকিল
গাইতে চাইল কাক
পানকৌড়ি করল বারন
না না বাবা থাক।
আসল কোর্মা পোলাও
জরদাও এলো শেষে
আজকে দারুণ খুশির জোয়ার
জাগল পাখির দেশে। 
 
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:২৫
বাকপ্রবাস বলেছেন: হা হা হা নাম ডাকা শুরু করিনাই এখনো
২| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:১৭
নজসু বলেছেন: প্রিয় হাবিব স্যারের জন্য-  
 
 
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:২৬
বাকপ্রবাস বলেছেন: স্যার হইলাম কবে? হাবিব স্যার আমার মিতা হা হা কান্দেন ক্যা?
৩| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:১৮
নজসু বলেছেন: 
প্রিয় ছড়াকার। 
আপনার ছন্দের জাদুতে মুগ্ধ হতে হয়। 
ভালো লাগে।
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:২৬
বাকপ্রবাস বলেছেন: খুব কইরা ধন্যবাদ রইল কিন্তু
৪| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:২৬
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা সেলিম আনোয়ার ভাই
৫| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:১৮
হাবিব  বলেছেন: 
কি দারুন পাখিটা
সুন্দর আঁখিটা
পাখিটার নামি জানা নাই!
কখনো চুপচাপ
কখনো চঞ্চল
কোথা গেলে এই পাখি পাই?
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:২৭
বাকপ্রবাস বলেছেন: মডেল পাখি উমায়রা
আমার ২য় পাখি
বড়জন উমামা
তাদের নিয়েই থাকি
৬| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:১৯
নজসু বলেছেন: 
ছড়ার মতো মিষ্টি খুকিটি কে?
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:২৮
বাকপ্রবাস বলেছেন: আমার দ্বিতীয় কন্যা উমায়রা ছবিতে মডেল পাখি, আর প্রথম কন্যা উমামা নিজ ছবিতে আছে
৭| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:২২
জাহিদ অনিক বলেছেন: 
পাখিটির জন্য ভালোবাসা
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:২৯
বাকপ্রবাস বলেছেন: পৌঁছে দেব পাখির কাছে
চাচ্চুর ভালবাসা
নেচেগেয়ে থাকবে পাখি
এটাই শুধু আশা
৮| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:৫৭
uzzalhosain বলেছেন: খুব সুন্দর হয়েছে । ভালো লাগল
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:০০
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন উজ্জল ভাই
৯| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:০০
ট্রাভেলার মাসুদ বলেছেন: পাখিটা সুখে থাকুক সবসময়!
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:১৬
বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা
১০| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
পাখির জন্য ভালোবাসা
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২১
বাকপ্রবাস বলেছেন: উমায়রার পক্ষ্য থেকে ফুপ্পিদের জন্য শ্রদ্ধা আর ভালবাসা
১১| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: বাবুটার জন্য অনেক দোয়া।
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২২
বাকপ্রবাস বলেছেন: আমার কন্যদের নিয়ে আমার এমন অনেক অনেক ছড়া লেখা হয়েছে এবং লিখছি প্রতিনিয়ত
১২| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৪৩
নজসু বলেছেন: 
উমায়রা মাকে খুবই মিষ্টি লাগছে।
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৩
বাকপ্রবাস বলেছেন: উমায়রার পক্ষ্য থেকে চাচ্চুদের অনেক অনেক শ্রদ্ধা ভালবাসা
১৩| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৪৪
চাঁদগাজী বলেছেন: 
আপনার মেয়েরা সুখেশান্তিতে থাকুক।
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৩
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা আর ভালবাসা জানবেন মুরুব্বি
১৪| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৪৭
আখেনাটেন বলেছেন: মিষ্টি পাখি উমায়রার জন্য অন্নেক ভালোবাসা। 
বাবা-মেয়ের এই স্বর্গীয় বন্ধন অটুট থাকুক আজীবন।
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৪
বাকপ্রবাস বলেছেন: প্রবাস থাকি, মেয়েদের এমন ছবি জোগাড় করি আর ছড়া লিখি
১৫| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৪৯
রাকু হাসান বলেছেন: 
মেয়েটির ছবি আমাকে এতই ভালোলাগা দিয়েছে । কাছে পেলে অনেক গুলো চকলেট কিনে দিতাম  
 । আনেক কিউট ,বসার স্টাইলটাও দেখার মতো ,সেই সাথে নিষ্পাপ হাসি  ![]()
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৪
বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক ভালবাসা জানবেন রাকু ভাই
১৬| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৫২
নজসু বলেছেন: 
পানকৌড়িকে ধন্যবাদ।   ![]()
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৫
বাকপ্রবাস বলেছেন: 
  ![]()
১৭| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:০৪
নতুন-আলো বলেছেন: খুব সুন্দর ছড়া এবং ছবি++
 
০৯ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:০৯
বাকপ্রবাস বলেছেন: নতুন আলোয় ভরে উঠুক সবার মনোপ্রাণ
১৮| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:০৯
মনিরা সুলতানা বলেছেন: মাশাআল্লাহ সুন্দর ছবি! 
ছড়ায় ভালোলাগা।
 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ২:২২
বাকপ্রবাস বলেছেন: প্রবাস থাকার দরুণ আমার পিচ্চিদের নিয়ে প্রচুর ছড়া লেখা হয়, ওদের ছবি পেলেই সাথেসাথে ছড়া লিখে ফেইসবুকে পোষ্ট করতাম, একজন মন্তব্য করল আমি নাকি লাইক পাবার জন্য এমনটা করি, সাথেসাথে ব্লক করি তাকে, পরে অন্যকে দিয়ে রিকোয়েষ্ট করেছে ব্লকটা তুলে দেবার জন্য, আমি সে ব্যাপারে আপোষ করিনি।
১৯| 
০৯ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:১৬
মাহমুদুর রহমান বলেছেন: মাশা আল্লাহ খুব সুন্দর একটা বাবু।
ছড়ায় ও ছবিতে অজস্র ভালো লাগা রেখে গেলাম।
 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ২:২৩
বাকপ্রবাস বলেছেন: আপনাকেও খুব করে ধন্যবাদ রহমান ভাই
২০| 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ১২:২৭
শিখা রহমান বলেছেন: ওল্লে জান্টুশ পাখিটা!! বাচ্চা পাখিটার জন্য এত্তো আদর আর ভালোবাসা।
ছড়ায় ভালোলাগা রইলো কবি। ভালো থাকুন পাখির বাচ্চাটাকে নিয়ে।
 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ২:২৬
বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন আপুনি
২১| 
১০ ই জানুয়ারি, ২০১৯  ভোর ৫:৪১
চাঁদগাজী বলেছেন: 
লেখক বলেছেন, " প্রবাস থাকি, মেয়েদের এমন ছবি জোগাড় করি আর ছড়া লিখি "
প্রবাস জীবন কষ্টকর, এটা প্রমাণিত?
 
১০ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:২০
বাকপ্রবাস বলেছেন: হুম প্রমাণিত
২২| 
১০ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৪২
নীল আকাশ বলেছেন: সালাম ভাই,
আপনার তো ২টা মেয়ে, তাইনা? এটা কি বড়টা না ছোটটা? 
মাসাল্লাহ, খুব কিউট হয়েছে। আল্লাহ এক খুব সুন্দর একটা চমৎকার ভবিষ্যত দান করুন, আমীন।   
ছড়াটা তো ভালোই হয়েছে। ফালতু কারো কথায় কেন কান দেন। ভালো ছড়া হলে পোষ্ট দিন আমরাও পড়তে পারবো। 
ধন্যবাদ আর শুভ কামনা রইল।
 
১০ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:২১
বাকপ্রবাস বলেছেন: এটা ছোটটা নাম উমায়রা, বড়টা উমামা নিক ছবিতে আছে।
কারো কথায় কান দিইনা, কান তুলে নি উল্টাপাল্টা হইলে
২৩| 
১০ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:০৮
তারেক ফাহিম বলেছেন: ১ম, ২য় সব পাখিদের জন্য ভা্লোবাসা।
পিতা- কন্যার মিষ্টি বন্ধন অটুট থাকুক।
ছড়ায় একরাশ মুগ্ধতা।
 
১০ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:২২
বাকপ্রবাস বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
২৪| 
১০ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:২৭
ইসিয়াক বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর
 
১০ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:২২
বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইযান
২৫| 
১০ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৩৭
মুক্তা নীল বলেছেন: মাসা আল্লাহ। পাখি.......   
খুব সুন্দর আপনার মেয়েরা। ওরা ভালো থাকুক ও ভালো ভাবে বেড়ে উঠোক।        
 
১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:০৭
বাকপ্রবাস বলেছেন: আপনার দোয়ায় ওদের জীবন সুন্দর হোক
২৬| 
১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৫
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগা, ভালো লাগল খুউব সুন্দর হয়েছে । অভিবাদন সুপ্রিয় বাকপ্রবাস ...
 
১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:০৮
বাকপ্রবাস বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি ভাই
২৭| 
১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:০২
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছড়া। ভীষণ মিষ্টি দুই বোনকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা। পাখির মতই ওরা আগামী দিনে সাফল্যের চূড়ায় আরোহণ করুক -কামনা করি।
 
১০ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:০৯
বাকপ্রবাস বলেছেন: আপনাদের দোয়ায় সুন্দর হোক পাখিদের পথ চলা
২৮| 
১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ১২:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পাখির দেশে যেতে চাই
 
১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:৪৯
বাকপ্রবাস বলেছেন: আমি যখন যায খবর দেব, যাবে কী?
নাকি তখনো টালবাহানা, চালাকি?
২৯| 
১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:২৭
অপু দ্যা গ্রেট বলেছেন: 
পাখিটা ভাল থাকুক । সুস্থ থাকুক । 
আপনার জন্য ভালবাসা রইল
 
১২ ই জানুয়ারি, ২০১৯  রাত ২:১৭
বাকপ্রবাস বলেছেন: অপু দ্যা গ্রেট
৩০| 
১২ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৪৩
সোহানী বলেছেন: ওরে সোনা বাচ্চা...............
 
১২ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৩৫
বাকপ্রবাস বলেছেন: হি হি হি হি হি
৩১| 
২৩ শে জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৪১
খায়রুল আহসান বলেছেন: উমায়রা, উমামা পাখি দুটি'র জন্য অনেক আদর, স্নেহ, ভালবাসা আর দোয়া রইলো! 
কন্যাস্নেহ কবিতায় প্রতিফলিত, কবিতা পাঠে তা পাঠক হৃদয়েও বিস্তৃত হয়।
কবিতায় ভাল লাগা + + 
 
২৩ শে জানুয়ারি, ২০১৯  দুপুর ১:০৩
বাকপ্রবাস বলেছেন: আমার কন্যাদের নিয়ে অনেক ছড়া লিখতাম একসময়, এখন ব্যস্ততায় লেখা হয়না। বিদেশ থাকার দরুণ ওদের সাথে থাকা হয়নি, ওরা বাবা ছাড়াই বেড়ে উঠছে। সম্প্রতি গাড়ি কিনলাম একটা, ওদের ওমরা ভিসা দিয়ে আনার চেষ্টা আছে, বাপ কন্যা গাড়িতে ঘুরব খুব মজা হবে, আল্লাহ যদি ইচ্ছাটা পুরণ করে ভাল হবে, মজা হবে।
৩২| 
২৩ শে জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৫৫
খায়রুল আহসান বলেছেন: আসল, জাগল, এসব কথাগুলো আসলো, জাগলো - এভাবে লিখলে বোধ হয় ভাল হতো।
 
২৩ শে জানুয়ারি, ২০১৯  দুপুর ১:০৪
বাকপ্রবাস বলেছেন: লিখতে গিয়ে আমিও শংকায় থাকি, ওকার দিব কী দেবনা এমনটা ভেবে, ধন্যবাদ মুরুব্বি।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:১৭
নজসু বলেছেন:

হাজির।