নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছর চারেক পরে সোনার ছেলে ঘরে
হাদিয়ার বাকশো খুল
চাকবুম চাকবুম পড়ল বিয়ের ধুম
পাত্রীর বয়স ষোল।
রেমিট্যান্স যোদ্ধা ভাবটাও বোদ্ধা
সর্বজ্ঞানের বহর
তিন মাসের ছুটি ফুরায় রিয়েল রুটি
বিমান ছাড়ে শহর।
নতুন বউ দেশে দারুণ একপেশে
গুণে বছর দুই
ছিড়ে মাথার চুল এমন মধুর ভুল
আসবি কবে তুই।
আসি আসি করে বছর তিন ঝরে
সোনার রতন আসে
টক মিষ্টি ঝাল দুবাই শহর লাল
স্বপ্নের উপর ভাসে।
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৮
বাকপ্রবাস বলেছেন:
২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:২৮
এস এম ইসমাঈল বলেছেন: কষ্ট কার বেশী, বউ নাকি সোনার ছেলের?
দোষ কার বেশী, বউ নাকি সোনার ছেলের?
২৫ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৩৯
বাকপ্রবাস বলেছেন: সোনার ছেলেরা ভন্ড
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
দেশের সরকারের গর্দভেরা মানুষের পারিবারিক জীবনকে গুরুত্ব দিলো না; তাদের দরকার রেমিটেন্স
২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬
বাকপ্রবাস বলেছেন: রেমিটেন্স যুদ্ধাারা নিজেদের খুব বড় কিছু মনে করে, হুট করে গিয়ে বিয়ে করে চলে আসে, একটা মেয়েকে অসহায় করে দিয়ে রিয়েল এর গরম দেখায়, মূর্খ সব। সম্প্রতি পুলিশ কতৃক ভাইরাল ব্যাপারটা নিয়ে, যোদ্ধাদের অস্ত্র এখন গালাগাল, ফালতু সব গালাগাল করতে পারে যোদ্ধারা।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৬
নজসু বলেছেন:
গ্রাম এলাকায় অনেক লোক আছে যারা নিজেদের ভিটে মাটি বিক্রি করে
বিদেশি টাকা কামনোর জন্য প্রবাসে পাড়ি জমায়।
দিন শেষে বুঝতে পারে প্রিয়জনরা কাছে না থাকার কষ্টটা কতো।
২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭
বাকপ্রবাস বলেছেন: সম্প্রতি পুলিশ কতৃক প্রবাশীদের বিবাহ সংক্রান্ত বিষয় ভাইরালে অন্য যে ব্যাপারটা দেখার বিষয় সেটা হল
১) ফেইসবুকে একটা শ্রেণী আছে যারা ভালভাল লেখা শেয়ার করে অন্যের পোষ্ট থেকে ধার করে। আর তাদের আসল চরিত্রটা বের হয়ে আসে গালিগালাজ এর মান দেখে। আমি শুধু খুঁজি এমন নোংরা গালিবাজ আমার ফ্রেন্ড লিষ্টে কেউ আছে কিনা। ব্লক লিষ্ট একটু ভারী হোক।
২) প্রবাসী কথাটা বললেই যারা হৈ চৈ শুরু করে দেয় তারা হল মধ্যপ্রাচ্য প্রবাসী। কোরান হাদিস বেশী শেয়ার করে তারা মধ্যপ্রাচ্য প্রবাসী। গালি গালাজ জারা বেশী করে তারাও মধ্যপ্রাচ্য প্রবাসী।
৩) বিয়ের পর স্বামী কতদিন বা কত বছর এক নাগারে প্রবাসে থাকতে
পারবে সেই সম্পর্কে ইসলাম ও কোরান হাদিস কী বলে সেই প্রসঙ্গটা প্রাসঙ্গিক হয়ে আসছে পুলিশ কতৃক প্রবাসী বিবাহ না করার আহ্বান ভাইরাল হবার পর। সেই বিষয়ে খুব একটা পোষ্ট দেখা যাচ্ছেনা। তার চাইতে বরং গালিগালাজটাই বেশী হচ্ছে।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭
বাকপ্রবাস বলেছেন: সম্প্রতি পুলিশ কতৃক প্রবাশীদের বিবাহ সংক্রান্ত বিষয় ভাইরালে অন্য যে ব্যাপারটা দেখার বিষয় সেটা হল
১) ফেইসবুকে একটা শ্রেণী আছে যারা ভালভাল লেখা শেয়ার করে অন্যের পোষ্ট থেকে ধার করে। আর তাদের আসল চরিত্রটা বের হয়ে আসে গালিগালাজ এর মান দেখে। আমি শুধু খুঁজি এমন নোংরা গালিবাজ আমার ফ্রেন্ড লিষ্টে কেউ আছে কিনা। ব্লক লিষ্ট একটু ভারী হোক।
২) প্রবাসী কথাটা বললেই যারা হৈ চৈ শুরু করে দেয় তারা হল মধ্যপ্রাচ্য প্রবাসী। কোরান হাদিস বেশী শেয়ার করে তারা মধ্যপ্রাচ্য প্রবাসী। গালি গালাজ জারা বেশী করে তারাও মধ্যপ্রাচ্য প্রবাসী।
৩) বিয়ের পর স্বামী কতদিন বা কত বছর এক নাগারে প্রবাসে থাকতে
পারবে সেই সম্পর্কে ইসলাম ও কোরান হাদিস কী বলে সেই প্রসঙ্গটা প্রাসঙ্গিক হয়ে আসছে পুলিশ কতৃক প্রবাসী বিবাহ না করার আহ্বান ভাইরাল হবার পর। সেই বিষয়ে খুব একটা পোষ্ট দেখা যাচ্ছেনা। তার চাইতে বরং গালিগালাজটাই বেশী হচ্ছে।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬
অদৃশ্য প্রতিভা বলেছেন: অসাধারণ
২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭
বাকপ্রবাস বলেছেন: সম্প্রতি পুলিশ কতৃক প্রবাশীদের বিবাহ সংক্রান্ত বিষয় ভাইরালে অন্য যে ব্যাপারটা দেখার বিষয় সেটা হল
১) ফেইসবুকে একটা শ্রেণী আছে যারা ভালভাল লেখা শেয়ার করে অন্যের পোষ্ট থেকে ধার করে। আর তাদের আসল চরিত্রটা বের হয়ে আসে গালিগালাজ এর মান দেখে। আমি শুধু খুঁজি এমন নোংরা গালিবাজ আমার ফ্রেন্ড লিষ্টে কেউ আছে কিনা। ব্লক লিষ্ট একটু ভারী হোক।
২) প্রবাসী কথাটা বললেই যারা হৈ চৈ শুরু করে দেয় তারা হল মধ্যপ্রাচ্য প্রবাসী। কোরান হাদিস বেশী শেয়ার করে তারা মধ্যপ্রাচ্য প্রবাসী। গালি গালাজ জারা বেশী করে তারাও মধ্যপ্রাচ্য প্রবাসী।
৩) বিয়ের পর স্বামী কতদিন বা কত বছর এক নাগারে প্রবাসে থাকতে
পারবে সেই সম্পর্কে ইসলাম ও কোরান হাদিস কী বলে সেই প্রসঙ্গটা প্রাসঙ্গিক হয়ে আসছে পুলিশ কতৃক প্রবাসী বিবাহ না করার আহ্বান ভাইরাল হবার পর। সেই বিষয়ে খুব একটা পোষ্ট দেখা যাচ্ছেনা। তার চাইতে বরং গালিগালাজটাই বেশী হচ্ছে।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২
হাবিব বলেছেন: সুন্দর ছড়া
২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫
বাকপ্রবাস বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩০
আকতার আর হোসাইন বলেছেন: তেমন ভালো লাগেনি।