নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরমেরও শরম কম
যেতে বলি থাকতে চায়
লোডশেডিং পাল্লা দিয়ে
ঘামে শরীর মাখতে চায়।
দিয়ার আবার শরম বেশী
বাসলে ভাল ভাগতে চায়
দূর থেকে চোখ রাঙ্গিয়ে
মুচকি মুচকি হাসতে চায়।
মনের আমার লাগাম কম
আগুণ পেলে ঘেষতে চায়
এতো পুড়ে তবুও তার
মনের আশা ভেস্তে যায়।
০২ রা মে, ২০১৯ দুপুর ২:২৬
বাকপ্রবাস বলেছেন: হা হাহা
২| ০২ রা মে, ২০১৯ বিকাল ৩:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফণি আসছে ধেয়ে গরম কমে যাবে
২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৪৬
বাকপ্রবাস বলেছেন: ফণি গেছে পাস কেটে
দিয়ে গেছে ভয়
ফণি তুমি আর এসোনা
জনবসতির ক্ষয়
৩| ০২ রা মে, ২০১৯ বিকাল ৩:৩৩
আকতার আর হোসাইন বলেছেন: কোন হসপিটালের রিসিপশনে গিয়ে বসে থাকতে পারেন....
এটিএম বুথে গিয়ে বসে থাকতে পারেন...
শপিংমলে গিয়ে কেনাকাটার নাম করে হুদাই বসে থাকতে পারেন... গরমের আবার শরম কিয়ের...
২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৪৮
বাকপ্রবাস বলেছেন: গ্রমগ্রম সিংগাড়া খেলে কেমন হয়!!!
৪| ০২ রা মে, ২০১৯ রাত ৮:৪৭
মাহমুদুর রহমান বলেছেন: শিরোনামটা পড়ে একটা টাসকি খেলাম।
সুন্দর কবিতা লিখেছেন।
২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৪৯
বাকপ্রবাস বলেছেন: ফান করে লিখতে চেয়েছিলাম পরে ফানটা তেমন করা গেলনা কিন্তু শিরোনামটাই ফাজলামো মার্কা হল
৫| ০৩ রা মে, ২০১৯ রাত ১২:৫৮
অর্পিতা মন্ডল বলেছেন: প্রথম পাতায় পোস্ট দেখে খুলেছিলাম। ভালো লাগলো।
২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৫০
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল দিদি
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৯ সকাল ৮:২৯
হাবিব বলেছেন: এসিতে থাকেন, গরমে পাইবো না