নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

আইরে রাসা কুতকুত খেলি

২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৭


কুত্তা কিনুম একখান
না থাক কিনুমনা, ধইরা লইয়া আনুম রাস্তা থেইকা
আইনা পাছায় লাইথামু
আর কমু ভোট কী দিনে চাস নাকি রাইতে?
কুত্তার ভাষা একটাই " ঘেউ ঘেউ ঘেউ"
তার মানে "দিনে চাইনা, রাইতে চাই রাইতে"
আরেকটা লাথি মাইরা ছাইড়া দিমু
কুত্তা পালায়া যাইবো আর পেছন ফিইরা
ঘেউ ঘেউ ঘেউ..........
হারামজাদা এখন না কইলি রাইতে ভোট চাস
এক্ষনি পল্টি মারলি? দিনে ভোট চাস!!
কুত্তার জাত, কথার ঠিক নাই
ভোটই দিমুনা, যা কাঠালের স্যান্ডুইস খা গা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: পেট ব্যথা আর পায়খানা হয়ে যাবি হনি
ভাল থাকবেন কবি দা

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৫

বাকপ্রবাস বলেছেন: হা হা হা যাইবার জায়গা নাই

২| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৫

সোনাগাজী বলেছেন:


লিখতেছেন অনেক, সুবিধা হচ্ছে না।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

বাকপ্রবাস বলেছেন: লেখা আসেনা, টাইমপাস করতাসি

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: কবিতার ভাষা হবে সহজ সরল। অতি মনোরম। প্রতিটা শব্দ যেন হৃদয় স্পর্শ করে।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৬

বাকপ্রবাস বলেছেন: জি ভাইজান, কুকুর প্রজাতির ভাষা সুবিধার না

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা হাসি পায় খালি। এসব তো কওন যায় না ভাই

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৭

বাকপ্রবাস বলেছেন: হ, কইলেই ধইরা আইনা লাইথাইবো

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছেন

২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৬

বাকপ্রবাস বলেছেন: ডর লাগে, কুত্তায় যদি কামড়ায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.