নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

হিরো যাবে সংবদে

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০০



চেলেঞ্জ টাকি নিবে কাদের! নাকি যাবে ছেড়ে
তোরে এবার খাইসি বলে আসবে নাকি তেড়ে
হিরোর গজায় পাখনা
কাজ হবেনা ঢাকনা
যতই তাকে ঢেকে রাখুন ফুটবে পাতাল ফেড়ে।


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

জগতারন বলেছেন:
হিরো আলম সমাজকে উছন্নে নেওয়ার হিরো।
হিরো আলম-এর সংসদ নির্বাচন দুঃখজনক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩০

বাকপ্রবাস বলেছেন: হিরু একটা সিনড্রোম মাত্র। সংসদে হিরোর চাইতে নিম্ন মানের আছে

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হিরো আলম হিরো হয়া গ্যাচে!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৭

বাকপ্রবাস বলেছেন: নেতার মান কতো নিচে নামলে হিরুরা নেতা হয় !! সমাজ ও রাজনীতি অধপতনের একটা চিত্র, মমতাজ যায় সংসদে, আরেক মহিলা দেখলাম দেখে দেখে বাংলায় পড়তে পারেনা

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: হুম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৫

বাকপ্রবাস বলেছেন: B-)

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: হিরো আলম, হিরো হয়েগেছে

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৫

বাকপ্রবাস বলেছেন: যে বনে বাঘ নেই সেই বনে বিড়াল রাজা

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৮

জুল ভার্ন বলেছেন: "সংবদেটা" কি?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪

বাকপ্রবাস বলেছেন: সং + বদ
যেখানে বদের দল সং করে বেড়ায় হিরু সেই দলে যোগ দিবে মানে সংবদে হিরুর প্রবেশ

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫১

সোহানী বলেছেন: হাহাহাহাহা

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২১

বাকপ্রবাস বলেছেন: B-) B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.