নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
দেখেশুনে বাড়াও পা জায়গা বুঝে তবে হা..
মশামাছি ভনভন অতোশতো বুঝে না
গলি ভেবে গলাতে
নাতিপুতি ফলাতে
গহ্বরে ধূকে মরে দরজা খুঁজে পেলনা।
২
ডাকে হাঁস পুকুরে তীরে বসে কুকুরে
মনে জাগে কুকিলে কেমনে কুউউ করে
বর্ষায় ফুটো চাল
পাকশালা মরা থাল
আচমকা মহারাণী তেড়ে আসে হু করে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৪
বাকপ্রবাস বলেছেন: কেন?
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: আপনার ভালো কিছু লিখতে হবে।
০১ লা মার্চ, ২০২৩ সকাল ১০:৫৩
বাকপ্রবাস বলেছেন: কমেন্ট পেতে চাইলে ভাল না লিখেও পাওয়া যায়। যেমন ধরুণ
১. বিষয় : বিষয়টা যদি নির্বাচন করা হয় কমেন্ট ভিত্তিক তাহলে কমেন্ট পাওয়া যাবে
২. ব্লগে এক্টিভ থাকে, বেশী বেশী কমেন্ট করা, সবার সাথে সৌহার্দ ভাব রাখা, তাহলে লেখা ভাল না হলেও সৌজন্যতার জন্য কমেন্ট আসবে
৩. উপরের দুইটা অপশন ঠিক রেখে বিতর্কিত বিষয় এড়িয়ে চলা
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪০
সোনাগাজী বলেছেন:
আপনার লেখার পাঠক কম, ইহা খেয়াল করেছেন?