নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একপাল শুকর দল চরে মাঠেমাঠে
সারাদিন ঘাস খেয়ে ঘুমোতে যায় রাতে
নিষ্পাপ শুকর দল নাই পাঁচে সাতে
চুক্তির ধারা গোপন আদানির সাথে!
ওসব প্রাইভেট আলাপ পাবলিক এর কী?
শুকরতো খায়না নর্দমায় ঘি
ঘি খায় যারা, তাদের ডাবল পাসপোর্ট
ঘি খাওয়া শেষ হলে ভৌ দৌড় ছুট।
সব নেতা পাড়ায় ফেরে সব শুকর খোয়াড়ে
নির্বাচনের চাঁদ উঠে কালো টাকার জোয়ারে
শুকরের দল নাই চলে চেটে চেটে
কীভাবে সে দুধ দেবে? বিচিদানা ফেটে!
বড়জোর উপদেষ্টা হতে পারে সে
কমিশনার হতে পারে নির্বাচন এ
টেকনোক্র্যাট মন্ত্রী হয়ে সংসদেও যাক
শুকরের দোষ কী হলে চিচিং ফাঁক।
১২ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৬
বাকপ্রবাস বলেছেন: হুম
২| ১২ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৫৭
সোনাগাজী বলেছেন:
রাজনৈতিক ধারণা থাকলে, প্রবাস থেকে ভালো অভিজ্ঞতা অর্জন করে থাকলে, সেগুলো নিয়ে লেখেন।
১২ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭
বাকপ্রবাস বলেছেন: বিজি থাকি তায় চিন্তা করে লেখার টাইম পাইনা, এগুলো জাস্ট ব্লগে আসা যাওয়া, ব্লগের সাথে একটা টান ও রিলেশান বয়ে বেড়ানো। আমার লেখার মান আমি বুঝি, কোন হয়, কোনটা কতটা হয় তাও আমি বুঝি, আমার দশটা লেখা থেকে লেখা বিবেচনায় একটাও উঠে আসবেনা সেটাও বুঝি। তবুও লিখি, একদম লেখা ছাড়া ভাল লাগেনা, লেখার চাইতে পড়ে কমেন্ট করলে আরো ভালো হতো সেটাও জানি তবে সময় এর অভাবে সেটাও করা হয়না।
আর আমি লেখা জমা রাখিনা, মনে যা আসে ব্লগে লিখে রাখি, ডায়রীর মতো, দেখা যাক পরের লেখা দেরীতে হলেও কিছুটা ভাল লেখা দেয়া যায় কিনা।
ভাল থাকবেন।
৩| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১:৫২
রাজীব নুর বলেছেন: চেষ্টা করে দেখুন এখন প্রবন্ধ নিবন্ধ লিখতে পারেন কিনা।
১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩১
বাকপ্রবাস বলেছেন: বড় ভাইয়া কবিতা লেখেন, আব্বা বলতো কীসব লেখ কিছু বুঝিনা, তার চাইতে প্রবন্ধ নিবন্ধ লেখার চেষ্টা কর। ভাইয়া অবশ্য সেই চেষ্টা আর করেনি, কবিতা আরো কঠিন করে লেখে
৪| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ৯:০১
করুণাধারা বলেছেন: চমৎকার লিখেছেন। আশাকরি কোনো অসুবিধা হবে না।
শুকর নিয়ে আমি একটি কবিতা জানি, এই যে।
আবরার/ রোমেন রায়হান
দুমড়ে মুচড়ে স্বপ্নের মালা, আকাশ ছোঁয়ার সাধ
প্রিয় বাবা, তুমি প্রস্তুত করো তোমার চওড়া কাঁধ।
আগে চড়েছিল ছোট্ট আমিটা, এবারে আমার লাশ।
মুখোশে মুখোশে মানুষের সাথে শুয়োরের বসবাস।
১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩০
বাকপ্রবাস বলেছেন: দারুণ
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৩৯
সোনাগাজী বলেছেন:
কচুর ছড়া?