নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো কিছু কর ছেলে ভালো কিছু কর
ফেইসবুক ভাত দেবেনা মিছে বালির চর
গোলক ধাধায় ফসকে পা
মহা শূণ্যে তল পাবি না
হাবিজাবি করে জীবন ধুকবি জীবনভর।
ভালো কিছু কর ছেলে ভালো কিছু কর
লেখাপড়ায় মন দিয়ে জীবনটাকে গড়
গেইম খেলে সময় পার
গেলে সময় ফিরবেনা আর
হেসেখেলে যায়না জীবন আসে তুফান ঝড়।
ভালো কিছু কর ছেলে ভালো কিছু কর
বুঝতে হবে ভাল মন্দ স্বজন আপন পর
জগত চলে নিয়ম তালে
ভুগতে হবে ভুলের চালে
কর্মগুণে সুফল মিলে জাগবে সুখের চর।
১৭ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৫২
বাকপ্রবাস বলেছেন: মোবাইল টেকনলজি সবাইরে গিইল্লা খাইয়া ফেলতাছে
২| ১৭ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২৪
নজসু বলেছেন:
জুকার মামুর ফাঁসি চাই,
ইহা ছাড়া গতি নাই।
১৭ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২৮
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ঠিক তায়
উপায় আর নাই
৩| ১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: ওকে।
১৯ শে মার্চ, ২০২৩ সকাল ১১:০৬
বাকপ্রবাস বলেছেন: চলবে? কোন অভিযোগ নাইতো?
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: ফেসবুকের আসক্তি মূল্যবান সময় নষ্ট করছে।