নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

নেতা যদি হতে চাও টিপে দাও পা

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৫

নেতা যদি হতে চাও পা টিপে দাও
টিপেটিপে গজালে পাখা
হয়ে গেলে চেতনা মাখা
পাড়ার দোকানে খেয়ে যাও ফাও।

নেতা তুমি হয়ে যাবে একদিন
তুমিও এলিয়ে দেবে পা
টিপে দেবে কানাবগির ছা
শোধ হয়ে যাবে টিপটিপির ঋণ।

পা দুইখান চালায় দেশ
যতো পারো লাথি মারো
পায়ের তেজ বাড়ে আরো
আমজনতা মানিয়ে নিচ্ছে বেশ।

বি.দ্র. এটা ছড়া হিসেবে না পড়লেও চলবে, এটা একটা বার্তা, সরকার দলীয় যারা রুচিশীল আছেন তাদের কাছে বিষয়গুলো কেমন লাগে? এম কোন খারাপ কাজ নাই তারা করেনা, অথচ বলে বেড়ায় বিকল্প নেই, তাদের বিকল্প নেই তায় তাদের সব মেনে নিতে হবে।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:


প্রবাসে বাস করেও আপনি ইন্টারেষ্টিং কিছু নিয়ে লিখতে শিখলেন না! এসব জঘন্য ছবি কেহ দেয়?

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৫

বাকপ্রবাস বলেছেন: :P B-))

২| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: মনের ভুলে আবার না অন্য কিছু টিপে দেয়?

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২১

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা

৩| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২৭

অক্পটে বলেছেন: আমার বাড়ীর পাশের একজন, ৩৩ বছর কমিউনিষ্ট পার্টি করেছেন। বিনিময়ে পেয়েছেন লেছড়া খেতা অপমান আর গঞ্জনা! এখন ৬ বছর ধরে লীগ করছেন। ২শ' কোটির মালিক এখন তিনি। আল্লাহ কি না করতে পারেন দেখেন। যাদের উপর আল্লাহর রহমত থাকে তারাই শুধু লীগ করতে পারেন।

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৯

বাকপ্রবাস বলেছেন: জয়বাংলা আরকী

৪| ২১ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

অক্পটে বলেছেন: "যেহেতু সে পা ছাত্রলীগ নেতার, সেহেতু টেপা মন্দ কিছু নয়!"
-প্রথম আলোর রম্যকথন।

২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০৭

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা কথা সত্য
মহাজাগতিক চিন্তা বলেছেন: মনের ভুলে আবার না অন্য কিছু টিপে দেয়?

৫| ২১ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৫

নজসু বলেছেন:


পা টেপা প্লেয়ারের সাথে কোন মাইয়া বিয়া বসতো না। :)

২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০৭

বাকপ্রবাস বলেছেন: হেতাগো নারী শাখা আছে, আরো ডেঞ্জার

৬| ২১ শে মার্চ, ২০২৩ রাত ৯:১৫

শায়মা বলেছেন: হা হা নেতা আবার ভাঙ্গা পা নিয়ে মোবাইল দেখে। হা হা

২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০৮

বাকপ্রবাস বলেছেন: হুম, বড়ই চমৎকার দৃশ্য

৭| ২১ শে মার্চ, ২০২৩ রাত ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: পা টেপা নেতা জাতির জন্য কতটুকু মঙ্গল বয়ে আনবে।

২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০৯

বাকপ্রবাস বলেছেন: এগুলো বিশ্ববিদ্যালয় বলার উপায় আছে?

৮| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: প্রতিটা ছালীগ নেতাই এরকমই।
তাঁরা রাজকীয় জীবনযাপন করছেন।

প্রত্যাকে ছাত্রলীগ নেতার ঢাকা শহরে তিন কোটি টাকা দামের ফ্লাট আছে। সেই ফ্ল্যাটে ৮০/৯০ টাকার ফার্নিচার আছে।

২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:১১

বাকপ্রবাস বলেছেন: বিশ্ববিদ্যালয় এমন হলে মান মর্যাদা রুচি এসব কোন পর্যায়ের ভাবতেই গা শিউরে উঠছে

৯| ২২ শে মার্চ, ২০২৩ রাত ২:৩২

কামাল১৮ বলেছেন: মনে হয় ৮০/৯০ লাখ হবে।

২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:১১

বাকপ্রবাস বলেছেন: হুম ওরাইতো দেশের কান্ডারী চেতনার বাতীঘর

১০| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি মনোহর ! একেই বলে শাহী পা টিপা।

২২ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১৭

বাকপ্রবাস বলেছেন: একদম, রাজার আমল

১১| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: কামাল১৮ বলেছেন: মনে হয় ৮০/৯০ লাখ হবে।

হ্যাঁ লাখ হবে।

২২ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১৭

বাকপ্রবাস বলেছেন: কোটির নিচে মনে ধরেনা

১২| ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২৩

অক্পটে বলেছেন: এরাইতো ভবিষ্যত নেতা। তো এবার বলুন চাইন দেখি আমাদের ভবিষ্যত কেমন?

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১:৪৪

বাকপ্রবাস বলেছেন: ফকফকা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.