নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রং দৃশ্যমান খোলস মাত্র
চোখের সাথে যার মিতালি
রং এর ভেতরকার বিষয় ও বস্তুকে
দেখার ও বোঝার ভার চোখ সমেত
বাকী ইন্দ্রেয় গুলোর উপর বর্তায় এবং
তাদের সিদ্ধান্তই চুড়ান্ত। এমনও হতে পারে
চোখ এবং বাকী ইন্দ্রেয়গুলোর অবস্থান
ঠিক বিপরীত এবং সাংঘর্ষিক। তখন
জয় পরাজয় নির্ধারন করে মস্তিস্ক। এমনও
হতে পারে মস্তিষ্ক আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে
এবং ইন্দ্রেয়গুলো যার যার প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে।
আমরা যখন রং এর বিচারে রুচির পোষ্টপর্টেম করি
সেটা অন্যায়। তার চাইতে ঢের অন্যায় কবির কন্যার
পোষ্টমর্টেম না হওয়াটা। লাশটার প্রয়োজন ছিল
কবর এর চাইতে পোষ্টমর্টেম এর ঢের বেশী।
১১ ই জুন, ২০২৩ দুপুর ১:৫৪
বাকপ্রবাস বলেছেন: শেষের দিকে খামখেয়ালিপনা ছিল, ভয়ে আছি বকা ভাব বলে
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০২৩ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: বেশ।