নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিরিতির রং কালো যদি না থাকে আলো
লাগতে পারে তিক্ত তিতা তার সাথে কড়া ঝাল ও
পিরিতির রং সাদা যদি না থাকে ধাধা
যেমনি কৃষ্ণ রাধা বাধিছে প্রেম গাঁথা।
পিরিতির সাদা কালো দুটোতেই মানায় ভালো
তবেইতো জগৎ আলো আঁধারে ফুল ফোটালো
পিরিতের রং নীল যদি না থাকে চিল
ছো মেরে নিতে পারে মনেরো ভিতর দিল।
পিরিতির রং লাল যদি না পুড়ে গাল
অসম প্রেমের খাল শুকিয়ে মেঘের পাল
পিরিতির হলুদ রং যদি না ধরে জং
সম্পর্কের টানাপোড়ন যদি না সাজে সং।
পিরিতের হরেক রং পিরিতের হরেক ঢং
সবই তার মাল মসলা সৌন্দর্যের অলংকরন
এক কালারে হয়না পিরিত এক মনে নরক বাস
পিরিতে মজলে রাজা কাস্তে হাতে কাটে ঘাস।
/
ছবি : উমামা
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৪
বাকপ্রবাস বলেছেন: একটা গান আছে প্রেম একবার এসেছিল নিরবে
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: ভালো হয়নি। স্যরি।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৪
বাকপ্রবাস বলেছেন: কী কইতে চাস বন্ধুরে তুই এ্যামনে এ্যামনে ভাইরালগুলো শুনেশুনে ফান করে লিখসি, ফেবুতে পোষ্ট করার সাথেসাথে বউ ঠাস করে মেসেজ দিল, প্রেম নিয়ে কিছুু লেখা নিষেধ
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: হা হা হা---
বউরা অনেক জ্বালা যন্ত্রনা দেয়।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০০
বাকপ্রবাস বলেছেন: হুম, ফেবুতে ফলো করে, বাট কমেন্ট করেনা, সামুর কথা জানেনা, জানলে আমি শেষ
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৩
ডার্ক ম্যান বলেছেন: পিরিতের হরেক রং পিরিতের হরেক ঢং এর মত বন্দর-পতেঙ্গা-দক্ষিণ হালিশহরের মেয়েরাও হরেক রঙের হরেক ঢংয়ের
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৬
বাকপ্রবাস বলেছেন: ওদের নিয়ে কবিতা লেখার জন্য কবি আলমগীর মুহাম্মদ সিরাজ আছে সেখানে
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫
সোনাগাজী বলেছেন:
গ্রামে ভালো আসে নীরবে, বেশীরভাগ শেষ হয়ে যায় নীরবে।