নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেল্ফি তোলে ছেড়ে গেলি চলে গেলি দূরে
এখন আমার কী যে হল কেবল মাথা ঘুরে।
কোথাও আর মন বসেনা উড়ু উড়ু মন
সদা ভাবি কীযে হল কী হবে এখন।
ডাক্তার বলে সেরে যাবে অষুধ দিলাম লিখে
কেমন করে খেতে হবে তাও নিলাম শিখে
তবুওতো কাজ হলনা ছটফটানি বাড়ে
কে জেনো ছড়ি ঘুরায় বসে আমার ঘাড়ে।
ঘুম আসেনা ঘুম আসেনা সেল্ফি তুললি ক্যান
ওড়না ওড়ে চোখের পাতায় ঘুরে সিলিং ফ্যান
আজেবাজে চিন্তা মনে সুনামি যায় বয়ে
পায়ু পথে লাল যায় কোষ্ঠকাঠিন্য হয়ে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২০
বাকপ্রবাস বলেছেন: আমিরিকা বিএনপিকেও পছন্দ করার কথা না, তায় তৃতীয় কিছু পেলে সেটাই করবে
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১০
পদাতিক চৌধুরি বলেছেন: আজকে পরপর দুটি কবিতা পড়লাম দুটিই নৈরাশ্যবাদিতার। আত্মহত্যা বা মৃত্যুকে সরাসরি উপস্থাপিত না করে বরং কীভাবে তার হাত থেকে রেহাই পাওয়া যায় বা খাদ থেকে টেনে এনে জীবনকে আরও উপজীব্য করা যায় সেরকম করে লিখুন না প্লিজ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন মুরুব্বি। চেষ্টা করব পরের পদ্য আশাবাদি করার হা হা হা
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৯
সোনাগাজী বলেছেন:
শেষ লাইনটা ছড়ার সৌন্দয্য নষ্ট করেছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৩
বাকপ্রবাস বলেছেন: আসসালামুআলাইকুম, চেষ্টা করছি আজেবাজে না লেখার, তবে অভ্যাস হয়ে গেছেতো তায় সময় লাগছে
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: আমেরিকা বোধহয় তৃতীয় কোনো পক্ষকে ক্ষমতায় আনতে চাচ্ছে। আওয়ামী লীগ বিপদে, বিএনপিরও খুশি হওয়ার কিছু নেই । একজন বলেছিলেন, আমেরিকা যার মিত্র তার শত্রুর প্রয়োজন পড়ে না।