নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কস্থ

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৭


সূর্য ডুবছে সন্ধ্যের আকাশ
একটু পরে চাঁদ তারা জোনাকির দখলে
পাখিরা ফিরে যাবে নিড়ে সকলে
বয়ে যাবে শান্ত মৃদু শীতল বাতাস।

সূর্য ডুবছে যাচ্ছে চলে হুক তুলে
রিকশায় সওয়ারি আমার শেষ দেখা
বুকের মাঝে রাস্তা ছুঁয়েচে দিগন্ত রেখা
"ওসব মনে রাখতে নেই তায় যেও ভুলে।"

কী একটা শব্দ উপহার দিয়ে গেল চলে
আমি ভুলেও ভুলতে পারিনা আর
যদি কখনো দেখা হয়ে যায়, আবার
প্রশ্নের উত্তর দিয়ে দেব নোনা জলে।
/
বি.দ্র. গতকাল আমার কন্যাকে নিয়ে একটা ছড়া লিখেছিলাম, ড্রাফ্ট করা হয়নি, লেখার শেষ দিকে কারেন্ট চলে গেছিল পরে আর পাইনি। অপিষে ব্যাস্ত ছিলাম, পরে লিখতে গিয়ে আর হয়না, মনটা খুব খারাপ হয়েছিল। সারা রাত ক্রিকেট নিউট দেখে ভাবছিলাম কিছু একটা লিখব কিন্তু ব্লগে এ সম্পর্কিত পোষ্ট আর কমেন্ট পড়ে লেখা হলনা, শুধু শুধু তর্কটাই হবে। যাই হোক লেখাটা এখন লিখলাম এবং পোষ্ট করলাম। এখানে আমার দুএ একজন শুভাকাংখী আছেন, আমার প্রায়ই লেখা ফান করে লেখার মতো, ওনারা হিন্টস দেন আরেকটু ভাল করে লেখার জন্য, তায় ফান থেকে বের হয়ে চেষ্টা করছি একটু ভাল লেখা যায় কিনা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:



আপনি কি ইসলামিক শাসনতন্ত্র ইত্যাদিতে বিশ্বাসী, নাকি গণতান্ত্রিক তত্বের রাজনীতিতে বিশ্বাসী?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

বাকপ্রবাস বলেছেন: বর্তমান বিশ্ব ব্যাবস্থায় ইসলামিক শাসনতন্ত্র সম্ভব নয়। গণতন্ত্রের আপাত কোন বিকল্প নেই। ইসলাম ও রাজনীতি নিয়ে আমার অভিমত হল, গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম আনাটা অনেকটা ভন্ডামি। কেউ কেউ এটা বুঝেই সাপোর্ট করেন, কেউ কেউ না বুঝে। গণতন্ত্রের অনেক সীমাবদ্ধতা আছে, যেমন ধরুণ গণতান্ত্রিক শাসন ব্যাবস্থায় ধর্মিয় দল কেন এলাউ হবে? সেটাতো হবার কথা নয়, ধর্মিয় দল ধর্মটা তাদের দলে চর্চা করবে, কিন্তু যখন পুরো দেশের ব্যাপার আসবে সেখানে ধর্ম আসবে কেন? আসলে সেটাতো আর গণতন্ত্র থাকেনা।
যেমন ধরুণ, আমার দূর্বলতা আছে কিছুটা জামাত এর প্রতি। কিন্তু তারা যখন বলবে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন সে যদি আল্লাহর আইন চায় তাহলে গণতন্ত্রে কেন নাম লেখাল? সে তার সিস্টেমে আল্লাহর আইন করুক, কিন্তু গণতন্ত্র করে কিভাবে আল্লাহর আইন করেব!!!
ধর্মিয় দল বলতে সকল ধর্ম দল এর ব্যাপারে আমার একই অভিমত। ধর্ম আর গণতন্ত্র এক পাত্রে যায়না।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:

কাব্য খুব একটা বুঝিনা। জীবনটাই গদ্যময় ....

তবে আপনার রিক্সার ছবিটা খুব সুন্দর! চোখে লেগে আছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

বাকপ্রবাস বলেছেন: ওটা গুগুল মামা কল্যাণে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.