নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

কান্ডজ্ঞান

০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৪


জিপারটা‌কে বন্ধ রাখুন
নই‌লে লো‌কে হাস‌বে
নাকটা য‌দি বন্ধ কর
কিভা‌বে আর বাঁচ‌বে।

কোনটা বন্ধ কোনটা খোলা
কোনটা কেমন রাখ‌বে
জান‌তে হ‌বে শিখ‌তে হ‌বে
ত‌বেই ইজ্জত থাক‌বে।

ঘু‌মের সময় বন্ধ চোখ
জাগ‌লেই খোলা আবার
সময় জ্ঞা‌নে ঘাট‌তি হ‌লে
জীবনটাই তো আঁধার।

অ‌তি কথন বাচাল ব‌লে
বন্ধ রাখুন গাল
বায়ূ নির্গমন বন্ধ হ‌লে
অবস্থা বেহাল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: ভালো কিছু লিখুন।
অন্যকে হেয় করতে গিয়ে নিজেকে ছোট করবেন না।

০৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১১

বাকপ্রবাস বলেছেন: প্রধাণ মন্ত্রীর ভাষাগুলো কোন মানের এবার বুঝে দেখুন

২| ০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪২

কাঁউটাল বলেছেন: দেশের প্রধানমন্ত্রির সমালোচনা করার ভাষা এইটা ??!!

০৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

বাকপ্রবাস বলেছেন: প্রধানমন্ত্রী আর এমপি মন্ত্রীদে (সব দলের ক্ষেত্রে প্রযেজ্য) মান, ভাষা চিন্তা চেতনা কোন মানের একটু ভাবুন।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রধাণ মন্ত্রীর ভাষাগুলো কোন মানের এবার বুঝে দেখুন
উনি খারাপ করে কিছু বলেন নাই। পুরো বক্তব্য শুনলে আপনি বুঝতে পারতেন।

০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৫

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ বড়ভাই, এবার থেকে পুরো শুনব, পদ্ম নদী থেকে টুপ করে ফেলে দেয়ার ঘটনাও পুরো শুনিনাই, খালেদাকে সাজুগুজু নিয়ে মন্তব্যগুলো পুরোনো হয়ে গেছে, সিনহাকে নাকি লাথিও মেরেছিল হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.