নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেগম পাড়ায় বাড়ি হলেই কিচ্ছু চাইনা আর
স্যাংশনটা না খেলেই দারুণ জীবন পার
ধান্দাবাজি যা করেছি হজ্ব গেলেই মাফ
উন্নয়নের তহবিলে কালো টাকা সাফ।
পরম্পরার কোটা আছে নাতি পুতির জন্য
বুঝ ব্যাবস্থায় চলতে পারলে ধন্য জীবন ধন্য
থাকতে ভাল ঝলোমলো স্বপ্ন থাকা চায়
দেশটা আমার সোনার বাংলা স্বপ্ন বেচা যায়।
পিতার স্বপ্ন, স্বামির স্বপ্ন, স্বপ্নের দুই বাজার
ঠিক নিশানায় পৌঁছতে হলে চোরা গলি হাজার
হাওয়া বুঝে পাল উড়িয়ে গোপাল ভরে ভাড়
বেগম পাড়ায় বাড়ি হলেই কিচ্ছু চায়না আর।
১৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৪
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা আপনার দোয়া কবুল করুক
২| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৪৭
রাজীব নুর বলেছেন: ভালো।
১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩২
বাকপ্রবাস বলেছেন: ধ ন্য বা দ ল ই বে ন
৩| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:৩৪
কামাল১৮ বলেছেন: কয়েকদিন আগে বেগম পাড়ায় একটা বাড়ী বিক্রি করে দিলাম।এখন বাড়ী বেশ সস্তা।ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায়।ভালো যায়গায় একটা বাড়ী বিক্রয় করে একটু দুরে দুইটা বাড়ী কিনলাম।
১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৩
বাকপ্রবাস বলেছেন: বেগম খুশিতো? ওটাই মুখ্য
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১২
যবড়জং বলেছেন: +++++ ভালো লাগলো, বেগম পাড়ায় আপনার একখানা বাড়ী হোক....