নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা পড়তে চাই
ফিরিয়ে দাও পুস্তক সিলেভাস
তিন তিনবার পরিক্ষা দিতে চাই
জ্যামিতি নয় মার্কস চাই ফুরালে বারোমাস।
প্রধনমন্ত্রী, শিক্ষামন্ত্র্রী শুনতে কি পাও
আমার বাবার চাল আনতে পানতা ফুরায়
প্রতিদিনের শিক্ষা উপকরণ আনতে হবে তাও
বলুন কোথায় টাকার গাছ কুড়াই।
আমারতো নাই স্মার্ট ফোন, এমবি কেনার টাকা
গুগল, ঢিউব ঘেটে গ্রুপ ওয়ার্ক এর কাজ
আমারতো নাই ধনী মামা কাকা
পড়ালেখা বন্ধ হবার উপক্রম আজ।
আমরা পড়তে চাই
ফিরিয়ে দাও পুস্তক সিলেভাস
গরীব বলে পিষে মারতে নাই
প্লিজ করবেননা সেই সর্বনাশ।
২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫
বাকপ্রবাস বলেছেন: কী বোঝাইতে চাচ্ছেন মাথায় ধরেনা। বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্য হল এমন একটা জায়গা যেখানে যেতে কোন যোগ্যতা লাগেনা, জাষ্ট জমি জিরাত বেচে টাকাটা জোগাড় করতে হয়, সরকার এবং ট্রাভেল এজেন্সি মিলে এটা নিয়ে ধান্দা করে। বিমানে উপচে পড়া ভিড় কিন্তু বছর শেলে লস দেখায়। দালালদের সুযোগ করে দেয় সরকার। কিন্তু যেহেতু কোন যোগ্যতা লাগেনা, তায় প্রচুর লেবার যায় মধ্যপ্রাচ্যে। বেশা যায় সওদি আরব। বেশী অনিয়মও সেখানে। তবে সওদি আরব এখন আগের মতো লোন আনছেনা, অনেক নিয়ম চেন্জ করেছে যার ফলে দালালদের দৌরাত্ব কমে আসবে। বাংলাদেশ চাই প্রচুর স্কিল্ড লোক পাঠাতে পারে, খাদ্দামা মহিলা না পাঠিয়ে নার্স পাঠাতে পারে, প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষা উন্নত করে স্কিল্ড লোক পাঠানো যায়, আর দেশে দূর্নিতি না থাকলে কিছুই করার দরকার নাই, দেশে থেকেই ভাল থাকা সম্ভব।
সে যাই হোক, আম্রিকায় বসে মধ্যপ্রাচ্যকে তাচ্ছিল্য করতেই পারেন, তবে বাংলাদেশ আপনার আমার সবার। স্বর্গ থেকে আম্রিকায় পয়দা হন্নাই। তাচ্ছিল্য করলে সেটা নিজের গায়েও লাগবে।
২| ২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৪
নজসু বলেছেন:
হীরক রাজার দেশ হবে।
২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
বাকপ্রবাস বলেছেন: সন্তানের খরচ কিভাবে দেবে অভিভাবক আমার খারাপ লাগে, প্রতিদিন বলছে এটা কিনে দাও ওটা কিনে দাও, আমার ঘরে পুরুষ নাই, মেয়েকে নিয়ে মা ঘুরছে রাস্তায় রাস্তায় উপকরণ কেনার জন্য আর রাতে মোবাইলে এমবি খরচ করে পড়তে হচ্ছে, কী হচ্ছে আমি আতংকিত
৩| ২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২১
ঢাবিয়ান বলেছেন: রাজতন্ত্র পার্মানেন্ট করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ধংশ করে দিতে হয়।
২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭
বাকপ্রবাস বলেছেন: বাংলাদেশে দলতন্ত্র চলছে, শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করে কী ফায়দা হবে বুঝতে পারছিনা, যারা করছে তাদের প্রজন্ম কী করবে?
৪| ২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫
সোনাগাজী বলেছেন:
ঢাবিয়ান বলেছেন: রাজতন্ত্র পার্মানেন্ট করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ধংশ করে দিতে হয়।
-আপনাদের মতো লোকজন রাজতন্ত্রের বীজ বপনে সাহায্য করেছিলো।
২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬
বাকপ্রবাস বলেছেন: কোন দেশের রাজতন্ত্রের কথা বলছেন? মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রতো ওদের নিজেদের ব্যাপার, যেটা আমাদের গণতন্ত্র এর চাইতে ভাল আছে, আমরা লীগতন্ত্র আর বিএনপিতন্ত্র করে দেশ লুটছি
৫| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০৬
রাজীব নুর বলেছেন: পড়লাম।
২২ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:১২
বাকপ্রবাস বলেছেন: ধন্য ধন্য অ বলি তারে
বেধেছে এমনই ঘরে .......
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৬
সোনাগাজী বলেছেন:
বাবা যাবে আরবদেশ মা থাকবে দেশে, ইহা বাংগালীদের নতুন পরিবারিক মডেল।