নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
বর্ষাকালে মুরগি বেজার
-----------------------
বর্ষাকালে মুরগি বেজার
পাড়তে চায়না ডিম
ধমকে তায় কাজ না হলে
মামলা ঠুকে দিন।
তবুও যদি গো ধরে
থাকে পরে ঝিম
মোল্লা ধরে ঝাড়ফুকে
তাবিজ ঝুলিয়ে দিন।
তেদর মুরগি তবুও যদি
ধরে রাখে ডিম
চৌদ্দ, আঠার ভোটের মতো
আশা ছেড়ে দিন।
---
(২)
ভুংভাং
-------------
পিংপং পিংপং
ঝুন ঝুন ঝুন
টুংটাং টিংটং
তেরে কেটে ধুন।
টিকটক টিকটক
টুক টাক ঠাক
পংপং রংঢং
তুক তাক থাক।
তেরেকেটে মেরেকেটে
তা থৈ থৈ
ভুংভাং টুংটাং
কর হৈ চৈ।
০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪২
বাকপ্রবাস বলেছেন: থেংকু ভাইযান
২| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: মূলত ভুংভাং।
০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৮
বাকপ্রবাস বলেছেন: জ্বি, শুধরে নিয়েছি
৩| ০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮
শেরজা তপন বলেছেন: দুই নম্বটার মানে কি ভাই?
৪| ০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯
বাকপ্রবাস বলেছেন: ভুংভাং
প্রবাসে আছি, তায় কন্যার ছবি ভিডিও প্রায় প্রতিদিন সংগ্রহ করে থাকি, মাঝের মধ্যে ফেবুতে দিতে চাইলে একটা ছড়ার সাথে দেয়ার চেষ্টা করি, তায় তাৎক্ষণিক ছড়া লিখে পোষ্ট করি।
শিশুর ছবিতে শিশুতোষ লেখার চেষ্টা। ননসেন্স রাইম এর মতো করে লেখাটা, কোন অর্থ নেই
৫| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ৮:১৯
সোহানী বলেছেন: মুরগী না পেড়ে যাবে কই..........
কণ্যারা কেমন আছে?
০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ২:১০
বাকপ্রবাস বলেছেন: হা হা হা
আলহামদুলিল্লাহ ভালই। আমার মেঝ কন্যা একটু চটপটে, বড় কন্যা শান্ত। মেঝ কন্যাকে বুড়ি ডাকতাম। এখন তাকিয়ে থাকে ছোট কন্যাকে বুড়ি ডাকছি কিনা, ডাকলেই তেড়ে আসে, কারণ সে ভাবতে তার প্রতি আদর কমে যাচ্ছে, ছোটজন সব কেড়ে নিচ্ছে
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ভুংভাং!