নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসবি নাকি তুই
তোর হাসিতেই কাটিয়ে দেব
বর্ষা নামক ঋতু
আমি অনেক ভিতু
তোর কাছে ফের যাব বলতেই
মুখে দিলাম সুঁই।
হাসবি নাকি তুই।।
হাসলি কেন তুই
তোর হাসিতে তাল মিলিয়ে
গাইছে পাখি ডালে
জড়াই মায়ার জালে
পাপড়ি মেলে সুবাস ছড়ায়
গোলাপ বেলি জুঁই।
হাসলি কেন তুই।।
হাসলি কেমন তুই
আমার কি আর সাধ্য আছে
না দিয়ে আর সাড়া
কাছে যাবার তাড়া
বিদ্ধ করে হর হামেশা বুকে
ক্ষরণ কি আর সামলে রাখে রুই।
হাসলি কেমন তুই।।
ফেবু লিংক: vedio link
০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২১
বাকপ্রবাস বলেছেন: নাম তার সুহাইরাহ
প্রিয় তার হাসি
বোল ফোটে বলতে চায়
চাচ্চু ভালবাসি
২| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩১
মিরোরডডল বলেছেন:
সুহাইরাহ মামনি যাকে
আমি দেখলাম
প্রথম দেখাতেই তাকে
ভালোবেসে ফেললাম
বাবুটার জন্য অনেক অনেক আদর ..........
০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ধন্য ধন্য হে বলি তারে......
৩| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: Cute baby
০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮
বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাইযান
৪| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: ছড়া কবিতা আর ছবি দুটাই মনোরম।
০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয়
৫| ০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৩
সোনাগাজী বলেছেন:
আপনার মেয়ে? চাচ্চু কেন?
৬| ০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮
সোনাগাজী বলেছেন:
আপনার সাথে ফিলিস্তিনীরা কাজ করে? দেশ নিয়ে তারা কি বলে?
০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫
বাকপ্রবাস বলেছেন: আমার কলিগ এর মধ্যে ফিলিস্তিনি নেই, আছে বাহরাইনি, জর্দানি, সুদানি এবং সওদি।
তারা ফিলিস্তিন ব্যাপারে খুব একটা আলাপ করেনা, সওদি যিনি আছেন ওনি যুদ্ধের টুকটাক খবর রাখেন এবং হায়হুতাস করেন। তবে প্রকাশ্যে কোন কিছু প্রকাশ করার নিয়ম নেই, গভর্ণম্যান্ট পছন্দ করেনা তায় চায়ের কাপে ঝড় তোলা হয়না এখানে।
৭| ০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭
সোনাগাজী বলেছেন:
আরবদের ভাবনাচিন্তা পরিস্কার, নাকি এখনো বেদুইন বেদুইন অবস্হা?
০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৬
বাকপ্রবাস বলেছেন: মধ্যপ্রাচ্যে আধুনিক মন হল কাতার এর, আমি সেখানে হামাদ এর আমলে ছিলাম। হামাদ এর একটা বউ পাশ্চাত্য শিক্ষিত, হামাদ সেই বউ এর পরামর্শে চলত। কাতার এর আধুনিক মন এর কারনে সেখানে আলজাজিরা হতে পেরেছে। যে আল জাজিরা মধ্যপ্রাচ্যে রাজতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এখনো মধ্যপ্রাচ্যে রাজতন্ত্র এর রাজত্ব এর জন্য আলজাজিরাকে খুব ভয় করে। কাতারে বর্তমান আমি শেখ তামিম। বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে।
সওদি আরবে আমুল পরিবর্তন করে আনছে এমবিএস। যদিও সে একরোখা, মেজাজি। সওদিদের খাসিলত হল বসেবসে খাবে। সেই ধারণা থেকে বের করে দিয়েছে এমবিএস। প্রত্যেক প্রতিষ্ঠানে সওদি কৌটা নির্ধারণ করে দিয়েছে, চাকরি ব্যাবসার বিভিন্ন খাত নির্ধারণ করে শতভাগ সৌদিকরণ করে দিয়েছে। আর সওদিদের পেছনে ভর্তূকি বন্ধ করে দিয়েছে, তাদের বলা হচ্ছে, চাকরীর পথ খুলে দিয়েছি, কাজ করে খাও। ফলত পুরুষ এর তুলনায় নারীরা জব বেশী করছে এখন এমন অবস্থা।
সওদি সাধারণ মাদ্রাসা (স্কুলের) পড়ালেখা তেমন উন্নত হয়নি এখনো, তবে আগের চাইতে ভাল হচ্ছে। করোনার পর থেকে অনলাইন ভিত্তিক পড়ালেখা চলছে। তাদের স্কুলের বই দেখেছি আমি, বই উন্নত, ব্রিটিশ কারিকুলাম এর বইগুলো এরাবিক করে চালাচ্ছে। কিন্তু সে হিসেবে অধ্যয়ণ হচ্ছেনা, ছাত্ররা ছবি দেখেদেখে অবজেক্টিভ দাগিয়ে পাশ করে ফেলে, ছাত্রদের যদি পড়ানো হয় বি ও ও কে, বুক মানে কিতাব, ছাত্ররা বুক উচ্চারণটাও পাশে আরবীলে লিখে ফেলে, কারণ বি ও ও কে মানে বুক সেটা সে জানেনা, ইংরেজি বুক লেখার পাশে সে আরবিকে বুক লিখে না রাখলে সেটা আর পড়তে পারেনা, এখন ইংরেজি প্রশ্ন পেলে সে পড়তে পারবেনা, তবে পাশ করে ফেলে কিভাবে আল্লাহ মালুম।
তবে যারা একটা সচেতন, তারা ভাল ইংলিশ এরাবিক স্কুলে পড়াচ্ছে ছেলেমেয়েদের।
সওদি আরব চেন্জ হচ্ছে ধীরে, সওদি আরব চেন্জ হলে পুরো মধ্যপ্রাচ্য চেন্জ হবে, তবে কাতার বেষ্ট। সেখানাকার এরাবিকরাও সওদিদের চাইতে স্মর্ট ও ভদ্র
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৯
মিরোরডডল বলেছেন:
বাবুটা এতো কিউট !!!
দেখেই আমার আদর করতে ইচ্ছে করছে।
একদম একটা সোনামণি পুতলা।
a sweet cute babydoll.